তৃতীয় দেশে পন্য রফতানীর ক্ষেত্রে ভারতীয় ট্র্যানজিট রুট হারালো বাংলাদেশ

 
ছবিঃ বাংলা ট্রিবিউন

তৃতীয় দেশে পন্য রফতানির ক্ষেত্রে ভারতীয় ট্র্যানজিট রুট ব্যবহার করতো বাংলাদেশ। ২০২০ সালে চালু হওয়া এ সুযোগ বন্ধ হতে যাচ্ছে।

ভারত তার স্থল বন্দর দিয়ে তৃতীয় দেশ - যেমন ভুটান, নেপাল এবং মায়ানমার-এ বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (Central Board Of Indirect Taxes & Customs[CBIC]) কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তিতে ২৯ জুন ২০২০ তারিখের একটি পূর্ববর্তী সার্কুলার তাৎক্ষণিকভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে। সেই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য ভারতীয় স্থল শুল্ক স্টেশন (এলসিএস) এর মাধ্যমে বন্দর বা বিমানবন্দরে কন্টেইনার বা সিল করা ট্রাক ব্যবহার করে তৃতীয় দেশে পরিবহনের অনুমতি দেয়া হয়েছিল।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিমানবন্দর এবং বন্দরগুলিতে ক্রমবর্ধমান যানজটের কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। "বাংলাদেশে সম্প্রসারিত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলিতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল। অতএব, ৮ এপ্রিল ২০২৫ থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। 

সূত্রঃ বাংলা ট্রিবিউন

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url