যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাহসী নারী পুরস্কারের তালিকা থেকে বাংলাদেশের জুলাই বিপ্লবীদের নাম বাদ
![]() |
উমামা ফাতেমা |
কয়েকদিন যাবত আলোচনা সমালোচনায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের "মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড" এর সাহসী নারী পুরস্কারের জন্য মনোনীত তালিকা। বাংলাদেশের তথাকথিত ' জুলাই বিপ্লবে ' অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর বাইডেন প্রশাসনের ২৯ মিলিয়ন ডলার আর ইসলামি জঙ্গীদের সমর্থিত আন্দোলনে যুক্ত নারীদের পুরস্কৃত করার ঘোষণার প্রতিবাদ ওঠে খোদ মার্কিন কংগ্রেসে এবং সামাজিক আলোচনায়। যুক্তরাষ্ট্রের প্রথিতযশা প্রভাবশালী সাংবাদিকদের মধ্যেও প্রতিবাদের ঝড় ওঠে। সমালোচনা ও প্রতিবাদের মুখে বাংলাদেশের নারীদের পুরস্কার দেয়ার ঘোষণা কার্যকর করা থেকে বিরত থাকে মার্কিন পররাষ্ট্র দফতর।
গত ০১ এপ্রিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্য দেশের পুরস্কারপ্রাপ্ত নারীদের কথা উল্লেখ করলেও বাংলাদেশের নামই নেয়া হয়নি। বাংলাদেশের কোনো নারীকে দেখাও যায়নি।
জানা যায়, তালিকা প্রণয়ন হয় সারা বছর ধরে। বাংলাদেশের নারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল বাইডেন প্রশাসনের আমলে।
তাহলে বুঝতে হবে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম" ডঃ মোহাম্মদ ইউনুস সহ কারা কোন সরকারের আমলে পেয়েছিল।
*******************************
[উমামা ফাতিমাকে অবশ্য স্পেশাল ধন্যবাদ। তাকে নিয়ে সবাই ট্রল করলেও ' পাগলী ' বুদ্ধিমতী।
ঝড়ের আভাস বুঝতে পেরে শুরুতেই সে ব্যক্তিগতভাবে এই পুরস্কার বর্জনের ঘোষণা দিয়ে বাকী নারীদের ইজ্জত রক্ষা করেছে!]