প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যে নয়াদিল্লীতে তোলপাড়



"ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi, Prime Minister of India) সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus, Chief Advisor of Bangladesh) বৈঠক নিয়ে বিভ্রান্তি কাটাতে ব্যাখ্য্যা দিল নয়াদিল্লি (New Delhi)। ওই বৈঠক নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা শফিকুল আলমের (Shafiqul Alam, Press Secretary to Chief Advisor of Bangladesh) বক্তব্যে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক।

মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য ও প্রতিক্রিয়াকে তুলে ধরছেন তার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই। নয়া দিল্লির সরকারি সুত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে যেভাবে তুলে ধরা হয়েছে তা ঠিক নয়। প্রধানমন্ত্রী মোদী বৈঠকে ২০১৪ থেকে চলে আসা সম্পর্কের ধারাবাহিকতার উল্লেখ করেছেন মাত্র।

ঢাকার অস্বস্তি বাড়িয়ে নয়াদিল্লি আরও জানিয়েছে, ব্যাঙ্ককের বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নির্বাচনের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেছেন এই ব্যাপারে কথার খেলাপ প্রধান উপদেষ্টার জন্যই অমর্যাদাকর হবে। প্রসঙ্গত, আওয়ামী লিগ শুক্রবারের বৈঠকের পর থেকেই দাবি করছিল প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কড়া কথা শুনিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার দাবি করেন, শুক্রবারের বৈঠকে সাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ উঠলে ভারতের প্রধানমন্ত্রী নেতিবাচক প্রতিক্রিয়া দেননি। প্রেস সচিবের এই বক্তব্য নিয়ে নয়াদিল্লির ব্যাখ্যা, প্রধানমন্ত্রী এই ধরনের অনেকগুলি বিষয়ে বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে উত্থাপনের কথা বলেছেন।"

@The Wall

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url