ইউনুস ভারতদের পক্ষে কাজ করছে!!

 

নরেন্দ্র মোদী         মোহাম্মদ ইউনুস 

৫ আগস্টের পরে মোদি, জয়শংকর, নীতিন, রাজনাথ, ডোভাল কেউ কিন্তু বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেনি। 

ইউনুস প্রথম  ৬ আগস্ট ভারতকে সেভেন সিস্টার নিয়ে হুমকি দেয়। 

আগস্টের ৮ তারিখ ইউনুস শপথ নেওয়ার পর মোদি শুভেচ্ছা জানায়। এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

১১ আগস্ট আবার হুমকি দেয় ইউনুস। 

১২ কিংবা ১৩ তারিখে মোদি ইউনুসকে ফোন করে। একসাথে কাজ করার আগ্রহ আবারো প্রকাশ করে। 

কিন্তু আগস্ট মাসে আরো দুইবার সেভেন সিস্টার নিয়ে ইউনুস  হুমকি দেয়। 

পরেও কয়েকবার ভারতকে হুমকি দেয়। ভারত ইউনুসের হুমকিকে সিরিয়াসলি নিয়ে নেয়। যার প্রভাব পড়েছে ভিসা ও বানিজ্যে। 

সর্বশেষ চীনে গিয়ে  ইউনুস হুমকি দিল।

চীনে গিয়ে হুমকি দেওয়ার পরেও ভারত সরকার নীরব। কিন্তু ভারতের মিডিয়া সরব। 

এখন প্রশ্ন হল ভারতের চিকেন নেক নিয়ে এত হুমকি দিয়ে ইউনুস কি বাংলাদেশকে ভারতের আক্রমন করার জন্য উস্কানী দিচ্ছে? 

কি কারনে ইউনুস এই কাজটি করছে? আমার মনে হয় ইউনুসের মুল টার্গেট যে কোনভাবেই হোক নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকা। সেই ক্ষেত্রে ভারত বিরোধিতাই নির্ভরশীল অপশন। 

প্রশ্ন হল ভারতের চিকন চিকেন নেক মোটা করতে ভারতের কি বেশি সময় লাগবে? চিকেন নেক মোট ৩২ কিলোমিটার। চিকন চিকেন নেকের সমস্যা সমাধান করতে রংপুরের কল্লাটা কাটতে ৯০ কিলোমিটারের অভিযান চালাতে ভারতের খুব বেগ পেতে হবে না। একই সাথে আমাদের ফেনী নদীর ব্রিজ আর কয় কিলোমিটার? 

৭৫ সালের পর ভারত কিন্তু প্রতিটি সরকারের সাথে কাজ করে গেছে। তাদের কেউ ইউনুসের মত একের পর এক হুমকি দেয়নি। ৪৭ সালের সীমানা নিয়ে ভারতের কিছু আপত্তি থাকলেও ভারত কোন কথা বলেনি। 

আমাদের জুলাই আহতদের চিকিৎসার জন্য ৫০ কোটি টাকার জন্য বিশ্বব্যাংকের কাছে ভিক্ষা করতে হয়। সেখানে যুদ্ধের মত ব্যয় বহুল ইভেন্ট কিভাবে পরিচালনা করা সম্ভব?  

কি কারনে ভারতকে উস্কানী দিতে হবে? ভারতের মত মিলিটারী শক্তিকে পোক করার কি মানে হয়? 

চীন ও পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে না!! 

পাকিস্তানের ইতোমধ্যে তিনভাগ হয়ে গেছে। বেলুচের কোন প্রতিষ্ঠানে পাকিস্তানের পতাকা উড়ে না। রাতের বেলুচ শতভাগ স্বাধীন।

চীন নিজের পাছাই ঠিক রাখতে পারছে না।

ইউএস ডিয়েগো গার্সিয়াতে বি-৫২ ডিপ্লয় করেছে। জাপানে মোট ১২০ ইউএস আর্মি স্টেশন আছে। চীনের সবচেয়ে কাছের ইউএস স্টেশনটি শত কিলোমিটার দূরে। 

ট্রাম্প তাইওয়ানকে অস্ত্র দেওয়া শুরু করছে। স্বাধীন তাইওয়ানে ইউএস বিশ্বাস করে না বাইডেনের এই অবস্থান থেকে ট্রাম্প সরে গেছে। 

ফলে পাইক্কা ও চীনের উপর নির্ভর করে ভারতকে আক্রমন করার ব্যাকগ্রাউন্ড নির্মান করা স্রেফ বোকামি।  

আমার বিশ্লেষন "ইউনুস ভারতদের পক্ষে কাজ করছে"। ভারতকে উস্কানী দিয়ে চিকন গলা মোটা করার জন্য সুযোগ করে দিচ্ছে।

- বিজন সরকার

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url