থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের সাইড লাইনে মোদী-ইউনুস বৈঠকে উপস্থিত এক কূটনীতিকের বক্তব্য
"আমার দীর্ঘ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থেকেছি কিন্তু ভারত বাংলাদেশের এ ৪০ মিনিটের বৈঠকের মতো এমন বিব্রতকর অবস্থায় কখনো পড়তে হয় নি।
ভারতের পক্ষে নরেন্দ্র মোদী গম্ভীর স্বরে অথচ প্রচন্ড ক্ষোভ নিয়ে একটু ভদ্রস্থ ভাবে কথা বলছিলেন। ভারতের অন্যান্যরা যে ভাষায় এবং ভাবে প্রশ্ন করছিলেন , তার উত্তর দেওয়ার মতো আমাদের পক্ষের কেউ সাহস পাচ্ছিলেন না। ইউনুস একাই একই কথা বারবার বলছিলেন , এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছিল।
অজিত দোভাল সেভেন সিস্টারস নিয়ে ডঃ ইউসুফের বক্তব্যের ব্যাখ্যা চাচ্ছিলেন অনেকটা ধমকের সুরে।
জয়শঙ্কর তো প্রথম ২০ মিনিটে যা বললেন তা শুনে নিজেকে মনে হচ্ছিল, যুদ্ধরত দুইদেশের বৈঠকে বিজয়ী দেশ পরাজিত দেশকে কিভাবে আগামী দিনে চলতে হবে তার নির্দেশনা দিচ্ছেন।
৪০ মিনিটে নরেন্দ্র মোদী মাত্র বার কয়েক ইউনুসের দিকে তাকিয়ে কথা বলেছেন অথচ আমাদের ইউনুস সারাক্ষণই ফ্যাল ফ্যাল করে এমন করুণ ভাবে মোদীর দিকে তাকিয়েছিলেন যা দেখে ব্যক্তিগত ভাবে আমার মাথা হেট হয়ে আসছিল।
আগামীতে আবার দেখা হবে, কথা হবে এগুলো কূটনীতির ভাষা। অথচ এ সৌজন্য বিনিময়টুকুও হয় নি ভারতের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এ সব বলার মতো কেউ সাহস করে এগিয়ে আসেন নি।
একজন পেশাদার কূটনীতিকের পক্ষে এ রকম মিটিং এ উপস্থিত থাকা এবং এমন দৃশ্য দেখা অত্যন্ত লজ্জার এবং অপমানের।”
আজ ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো । আগামীতে আরও কঠোর ব্যবস্থা আসছে, যা বাংলাদেশ সামলাতে পারবে তো?
এক রাজাকার কন্যা উপদেষ্টা ”বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকা লাগতে পারে” বলে আশঙ্কা করেছেন। ৭১ সালে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জন্য যে উদারতা দেখিয়েছিলেন, এবার কি সে ভুল সংশোধন করবে ভারত?
”চিকেন নেক” নিয়ে ইউনুস যে খোঁচাখুচি করছেন, তা কি বুমেরাং হয়ে আসবে বাংলাদেশের উপর?
মনে রাখতে হবে চিনারা এমন এক জাতি ব্যবসা আর টাকা ছাড়া আর কিছুরই মূল্য নেই চিনের কাছে! তাই চিন বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে এটা যারা ভাবছেন তাঁরা আহাম্মক!
তাছাড়া কোটি কোটি ধর্মান্ধ মৌলবাদী ”অসভ্য মব” ছাড়া আর এমন কোনো সম্পদ নেই বাংলাদেশের যার লোভে অন্য কেউ পাশে এসে দাঁড়াবে?
মুসলিম উম্মা প্যালেস্টাইনের মতো ”নবীর রক্ত বহন করা আরব”-দের পাশেই দাঁড়ায়নি আর বাংলাদেশের ”মিসকিন”-দের পক্ষে দাঁড়াবে!
দেশ আজ এক জংগী হায়েনার দখলে । তাই দেশ বাঁচাতে, স্বাধীনতা বাঁচাতে, মানচিত্র বাঁচাতে মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক শক্তিকে আওয়াজ তুলতে হবে,- ”হঠাও ইউনুস, বাঁচাও দেশ”।
ফেসবুক থেকে সংগৃহীত