ডঃ ইউনুসের ৫ বছর প্রধানমন্ত্রী থাকা প্রসঙ্গে
![]() |
ডঃ মোহাম্মদ ইউনুস |
যারা ড: মোহাম্মদ ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চায়, তারা কীভাবে দেখতে চায়? অন্তর্বর্তী অবস্থায়?
অন্তর্বর্তী সরকার তো বাংলাদেশের সংবিধানে নাই। এখন যা চলছে তা হলো গোঁজামিল দিয়ে শূন্যস্থান পূরণের মতো। এভাবে তো আর বেশিদিন চলবে না। সেক্ষেত্রে একমাত্র উপায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়া। কিন্তু তিনি তো বলছেন, তার কোনো দল নাই, মার্কা নাই। কোনো দলে অন্তর্ভূক্ত হতে হলেও বর্তমান প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে।
তাৎক্ষণিক পদত্যাগ করে কোনো দলের ছায়ায় যাওয়াও সংবিধান সম্মত কিনা ভেবে দেখতে হবে। কারণ প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে সেই ব্যক্তি সংসদ নির্বাচন করতে পারবে না বলে সংবিধানে উল্লেখ আছে। তিনি তো নির্বাচিত প্রধান উপদেষ্টা না, নিয়োগপ্রাপ্ত। তাছাড়া, তার যদি বিদেশি নাগরিকত্ব থাকলে (আছে তো নিশ্চয়) তা বর্জন করতে হবে।
সংবিধানের ধরা যদি অযোগ্য নাও করে, তাহলে তিনি যদি তার পৃষ্ঠপোষকতায় গঠিত নতুন দল এনসিপির টিকিটে নির্বাচন করেন, তাতে সে দল যে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে তার নিশ্চয়তা কি?
তাহলে কি তারা ধরেই নিয়েছে যে, মব সৃষ্টির মাধ্যমে জোর করে হলেও দলকে জিতিয়ে আনবেই তারা! মব দিয়ে সব হয় না।
কোনো ইচ্ছা প্রকাশ করা দোষের কিছু না। কিন্তু জনগণের কাছে যেতে হলে, জনগণের ম্যান্ডেট পেতে হলে সেই ইচ্ছা পূরণের উপায়ও পরিষ্কার করা জরুরী। নইলে মানুষ তাকে ভোট দেবে কেনো?
আর যদি কেউ ভেবে থাকেন যেভাবে আছেন সেভাবেই কাটিয়ে দেবেন ৫ বছর! পারবেন না। এদেশের জনগণ তা হতে দেবে না। এদেশের একজন রিকশা চালকও সচেতন। আপনাদের আশেপাশেই কিন্তু সচেতন মানুষরা আছে। তার উদাহরণ আপনাদেরই সমর্থনপুষ্ট "এখন টিভি"র উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা। বর্ণা একা না। দেশের অধিকাংশ "বর্নারা"ই তেতে আছে। সময়মতো ঠিকই ফুঁসে উঠবে।
অতএব, দয়াকরে বাস্তবতা উপলব্ধি করুন।