সৌদি প্রধানমন্ত্রীর ছবিতে জুতাপেটা করার প্রতিফল

প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ

সৌদি যুবরাজ মানে বাদশার পোলা না। যুবরাজ একটা রাজকীয় উপাধি। বর্তমান যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সালমান মানে বেক্সিমকোর ' সালমান এফ রহমান ' না। তিনি সৌদি আরবের প্রধানমন্ত্রী। 

সৌদি আরব কোন দেশ? 

যে দেশে আমাদের নবীজির জন্ম। 

যে দেশে আমাদের মুসলমানদের কাবাঘর। যে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ পড়ি। আর কি করি? 

কাবাঘর তাওয়াফ করতে সৌদি আরব যাই। নবীজির রওজা জিয়ারত করতে সৌদি আরব যাই। 

আর কি করতে যাই? 

রুটি রুজির জন্য কামলা দিতে যাই। 

এই সৌদি আরবের প্রধানমন্ত্রীর ছবিতে জুতাপেটা করেছি আমরা।  কি তার অপরাধ? 

সে ইজরাইলের বিরুদ্ধে অবস্থান নেয় না। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না। অথচ ফিলিস্তিনিদের আর্থিক সাহায্য সৌদি আরবই বেশি করে। আমরা কয় টাকা পাঠাই ফিলিস্তিনিদের জন্য? এবার মিসকিনদের ধরপাকড় শুরু হয়ে গেছে। না জানি দেশেই পাঠিয়ে দেয়?


এইবার বোঝো ঠ্যালা! যে সৌদি আরব আমাদেরকে মিসকিন গণ্য করে - এর বেশি সম্মান দেয় না। মুসলমান হিসেবেও কোনো ছাড় দেয় না। আগামীতে হয়তো সন্ত্রাসী আখ্যা দিয়ে হজ্জ্ব ভিসা দিতেও অস্বীকৃতি জানাতে পারে। তখন কোন দেশে গিয়ে হজ্জ্ব করবেন?

যুক্তরাষ্ট্র হয়তো ততোটা প্রতিশোধপরায়ণ না। তাদের বিশ্ব রাজনীতির রাষ্ট্রীয় নীতি যাই থাকুক, আদতে তারা গণতান্ত্রিক, ন্যায়-নীতি পরায়ন। তারা হয়তো এমন কঠোর পদক্ষেপ নেবেনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url