ভুয়া ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
আগেই শুনেছিলাম আসাদুজ্জামান ফুয়াদ ওরফে ফুয়াদ আবদুল্লাহ ওরফে টাকলা ফুয়াদ ভুয়া ব্যারিস্টার। উপযুক্ত কাগজপত্র জমা দিতে না পারায় সে বার কাউন্সিলেই তালিকাভুক্ত হতে পারে নাই। আর সেজন্যেই সবাই তাকে "ব্যালেস্টার" বলে।
সে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টারি ডিগ্রী নিয়েছে বলে তার প্রোফাইলে উল্লেখ রয়েছে সেখানে একজন তদন্ত করে তার কোনো রেকর্ড খুঁজে পায় নাই।
আমাদের বার কাউন্সিলের ব্যারিস্টার তালিকা বের করে দেখলাম (লিংক) তার কোনো নাম নাই।
সে একজন ধূর্ত।
Barrister Association of Bangladesh
Link: https://barristersassociationbd.com/member-list/