গীবত হলেও সত্য

 


রমজান মাসে সত্য গীবত

পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম গুজরাটি জেলে পরিবারে। তার সনাতনী বাপদাদা হিন্দু ধর্ম হতে শিয়া ইসমাঈলী মুসলিম ধর্মে কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 

তবে জিন্নাহ সাহেব আপাদমস্তক ঘোরতর নাস্তিক ছিলেন। তিনি সারাজীবনে একবারও মসজিদে প্রবেশ করেননি। তার প্রিয় খাবার ছিল শুকরের মাংস, রুটি ও মদ। মুসলিম লীগের সভাপতি নির্বাচিত করার পর তাকে জোর করে একটি ক্যাপ পরানো হয়েছিল; যা' আমরা তার মাথায় দেখি। 

পাকিস্তান প্রেমী জামাত শিবির নাস্তিক মদ্যপ জিন্নাহ পুঞ্জা, তার অগ্নি উপাসক স্ত্রী রত্না বাঈ এবং  তার বেদ্বীন কন্যা দীনা বাঈকে ইসলামের আদর্শ মনে করেন কি⁉️ অন্যথায়, জিন্নাহর ছবির পোস্টার মাথার উপর নিয়ে নর্তন কুঁদন করে কেন? 👹 

মুম্বাই হাইকোর্টের বিলাত ফেরত ব্যরিস্টার হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ ব্যাপক সুনাম অর্জন করেছিলেন তার চোস্ত ইংরেজি, চৌকস যুক্তিতর্ক এবং টাওয়ারিং পার্সোনালিটির জন্য। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের উত্তরের শেষ মাথায় বাটালি হিলে তার বসত বাড়িটি ভারতীয় সরকার আজ অব্দি সযত্নে সংরক্ষিত রেখেছেন। তাঁর সম্মানে বাটালী হিলের রাস্তাটির নাম রাখা হয়েছে 'মোহাম্মদ আলী জিন্নাহ রোড'!

আমি সস্ত্রিক একাধিকবার মোহাম্মদ আলী জিন্নাহর বাটালী হিলের বাড়িটিতে গমন করেছি এবং ইতিহাসের সাক্ষী হয়েছি। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।

লিখেছেন: মো: আলী হোসেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url