কালের গর্ভে বিস্মৃত শিল্পী মাহবুবা রহমান

 

মাহবুবা রহমান

এক সময়ের উল্লেখযোগ্য কন্ঠশিল্পী মাহবুবা রহমান। তাঁর প্রকৃত নাম নিভা রানী রায়। পিতার নাম সুবরন্দ্র মোহন রায়। জন্ম চট্টগ্রামে ৩ মার্চ ১৯৩৫ সালে।

বাংলাদেশের অন্যতম এক কণ্ঠশিল্পী তিনি। পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পীদের মধ্যে অন্যতম শীর্ষে ছিলেন মাহবুবা রহমান।


মাহবুবা রহমান মূলত পল্লিগীতি ও আধুনিক গানের শিল্পী। তাঁর গাওয়া অসংখ্য গান অসংরক্ষিত আছে।

শৈশবে গানের তালিম নিয়েছেন সুধীরলাল চক্রবর্তী, ওস্তাদ পিসি গোমেজ, কাদের জামেরী ও মোমতাজ আলী খানের কাছে।

১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে সর্বপ্রথম তাঁর গান প্রচার হয়। ১৯৪৮ সালে ঢাকার কামরুন্নেসা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর আর পড়াশোনা করেননি তিনি।


নিজেদের পছন্দে তাঁর প্রথম বিয়ে হয়েছিল ১৯৫০ সালে আবুল হাসনাতের সাথে। কিন্তু পরিবার তা মেনে নেয়নি। পরবর্তীতে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই ঘরে তাঁর মারুফ ও বাবন নামে দুই সন্তান আছে। মারুফ মারা গেছে। ছোট ছেলে বাবন আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।


এরপর ১৯৫৮ সালে খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনেতা ও সঙ্গীতজ্ঞ খান আতাউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় শেষে পরিণয় ঘটে। এই সংসারে তাঁদের দুই মেয়ে ও এক ছেলে আছে। তাদের মধ্যে একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম।


এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ ছবিতে সমর দাসের সুরে মাহবুবা রহমান গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’ গানটি।

তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে - খান আতাউর রহমানের সুরে জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবির ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’,

‘মুখ ও মুখোশ’ ছবির পর জাগে হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, রাজা সন্ত্রাসী, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পা, প্রভৃতি ছবিতে নেপথ্য শিল্পী ছিলেন মাহবুবা রহমান।


১৯৬০ সালে ‘আসিয়া’ ছবিতে গেয়েছিলেন ‘আমার গলার হার খুলে নে ওগো ললিতে। ‘সাত ভাই চম্পা’ ছবির ‘আগুন জ্বালাইস না আমার গায়’ গানটি সে সময়ের তরুণদের মুখে মুখে ফিরতো।


জীবন সায়াহ্নে এসে বরেণ্য শিল্পী মাহবুবা রহমান তাঁর মগবাজারের বাড়িতে কতকটা নিভৃত জীবন যাপন করছেন। সন্তান আর নাতি নাতনিদের নিয়েই কেটে যাচ্ছে তাঁর আনন্দঘন মুহূর্তগুলো।


দেশের বরেণ্য এই শিল্পীর জন্য রইল আন্তরিক শুভ কামনা


লেখাঃ মেসবা খান





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url