মানবজন্মের দায়
অন্য
প্রাণির সঙ্গে মানুষের তফাৎটি হচ্ছে মানুষকে মানুষরূপে গড়ে তুলতে হয়, মানুষ হিসেবে
গড়ে উঠতে হয়। বাঘের বাচ্চাকে বাঘ হয়ে উঠতে শিক্ষা দিতে হয় না। তেমনি করে কুকুর,
বেড়াল বা অন্য প্রাণিকেও শিক্ষা দিতে হয় না।
কিন্তু
জন্মের পর থেকেই একটি মানবশিশুর যত্ন নিতে হয়, হাঁটাচলা, কথাবলা শেখাতে হয়।
পরিবেশের সঙ্গে পরিচিত করে তুলতে হয়, শিক্ষা দিতে হয়। ভালো আর মন্দের তফাৎ বোঝাতে
হয়।
এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হয়। অর্থাৎ একটি মানুষকে মানুষ হয়ে থাকতে নিরন্তর চেষ্টা করে যেতে হয়। এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না। তার খোলশটিই শুধু নড়াচড়া করে।
কাজেই মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে কিছু দায় ও দায়িত্বও আমাদের নিতে হয়। সেটি হলো মানুষকে জাগিয়ে রাখা আর তাকে মানবজন্মের দায়টি মনে করিয়ে দেওয়া। তাকে ভালোবাসার কথা বলা। কারণ ভালোবাসা ছাড়া এই মানবজগৎ টিকবে না। আজ মানুষের বড় দুর্দিন। এই নিদানকালে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের মাঝে কোনো সীমান্ত নেই, মানুষের কোনো জাত নেই, কোনো রং নেই।
এরপরও
কিছু মানুষ ঘৃণা ছড়িয়ে যাবে। আপনি শুধু ঘৃণার বিপরীতে ভালোবাসার কথা বলে যাবেন।
এটা আপনার মানবজন্মের দায়।
@Kamrul
Hassan Badal