আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

 


"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি …স্কুলে পড়ার সময়  অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাইতে হতো। সবাই গভীর আবেগ সহ গানটি গাইতাম। । গানটি কে কেন লিখেছে, তার লেখা গান কেন জাতীয় সঙ্গীত, এই প্রশ্ন ছোটবেলায় কারও কাছে শুনি নাই। বরং বাবা মা, শিক্ষক, আমাদের ইমাম সাহেব... সবাই বলতেন গানটি আমাদের জাতীয় সঙ্গীত, এই গানের সময় দাঁড়াতে হবে, দেশকে ভালোবাসতে হবে...  জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা কেউ আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলেন নি । আমাদের ভালোবাসা, আবেগের জায়গায় এই গান। 


আমি যখন ইংল্যান্ডে পড়ি, এক মাল্টি কালচারাল প্রোগ্রামে বাংলাদেশি স্টলে গানটি গাওয়া হয়। অবাক হয়ে দেখেছি গানটি শুনে কত দেশের কত মানুষ দাঁড়িয়ে গেছেন। তাদের বলতে হয়নি। পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ নামে একটি সুন্দর দেশ আছে, আর সেই দেশের জাতীয় সঙ্গীতও অনেক সুন্দর।  


আজকে ছাত্র-ছাত্রীদের মহান(!) আন্দোলনকে বিতর্কিত করতে একটা গ্রুপ মাঝে মাঝে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। রবীন্দ্রনাথ ঠাকুর হাজার গান, কবিতা, ছোট গল্পের মাধ্যমে আমাদের বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করে গেছেন। হাজার সাহিত্যিক তৈরি হয়েছে তার অনুপ্রেরণায়। ওনাকে নিয়ে বিতর্ক করার দরকার কী?


যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হয়, তাহলে জাতীয় অনেক কিছুই পরিবর্তন করার চাপ আসবে। কেউ না কেউ বলবে তাহলে জাতীয় পাখি হতে হবে কাক, জাতীয় পোশাক টি-শার্ট, জাতীয় মাছ তেলাপিয়া, জাতীয় পশু ছাগল, জাতীয় খাবার চিকেন ফ্রাই, জাতীয় ফল হতে হবে ড্রাগন ফল। 


এক গ্রুপ বলবে, কীসের তেলাপিয়া পাঙ্গাস, জাতীয় মাছ হবে শুঁটকি।  এক গ্রুপ বিনীতভাবে বলবে, সিলেটের কী যেন একটা মজার খাবার আছে। গরুর মাংসের সাথে দেয়। খুলনাতে চুই ঝাল। তাদের কি কোনোভাবে জাতীয় স্বীকৃতি দেওয়া যায় কিনা।


কেউ বলবে, জাতীয় ফল হতে হবে লিচু, কারণ তার স্ত্রীর খুব পছন্দ। কেউ বলবে, জাতীয় ফুল হবে গাঁদা ফুল, "কারণ বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দিব লাল গাঁদা ফুল" গানটা হিট ছিল, ওর অনেক ভালো লাগে গানটা। জাতীয় প্রাণী হতে পারে বিড়াল বা ব্যাঙ, কারণ বাঘের অবস্থা খারাপ, বেশিদিন টিকবে না। দরকার হলে ব্যাঙের নাম রয়েল বেঙ্গল টাইগার রাখতে হবে।  


এক গ্রুপ বলবে "বাটা ভরা, পান গো দুলাভাই কইটা ভরা চুল....."জাতীয় সঙ্গীত হলে ভাল হয়।  এক গ্রুপ বলবে জাতীয় সঙ্গীত ইন্টারন্যাশনাল হলে ভালো হয়। আরবি হলে তো খুবই ভালো (দ্রষ্টব্য: আরবি একটি মহানতম ভাষা)। এক গ্রুপ বলবে, জাতীয় সঙ্গীত নোয়াখালী বা বরিশালের ভাষায় হলে ভালো হয়। মোর সোনার বাংলা, আঁর  হোনার বাংলা --- শুনলে মানুষের মনটা ভালো হয়ে যাবে।


অনেক ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের জাতীয় বিষয়গুলি ঠিক হয়েছে। সেসব নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক না করে জাতীয় সমস্যা নিয়ে কাজ করতে হবে । মানবিক পুলিশ বাহিনী তৈরি করতে হবে। দ্রুত। বাজেটের বড় অংশ শিক্ষাখাতে ব্যয় করতে হবে।  শিক্ষাখাতের বেশিরভাগ বাজেট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ব্যয় করতে হবে ... দেশটা  একটা আধুনিক উন্নত রাষ্ট্র হতে তাহলে সময় লাগবে না। ছাত্র ছাত্রী এবং সাধারণ জনতার মহান(!) আন্দোলন সফল হবে। আমার সোনার বাংলা ... সত্যিকারের সোনার বাংলা হবে আবার।"

Iftekher Hossain


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url