২০২৫ সালের ঈদুল ফিতর কতো তারিখে?
![]() |
প্রতীকী ছবি |
বছরে দুটি ঈদ - ঈদুল ফিতর ও ঈদুল আযহা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ঈদুল ফিতর উদযাপন করা হয় রমজান মাসের সিয়াম সাধনার পর। এই দিনে মুসলমানরা বিশেষ নামাজ আদায় করে, আত্মীয়-স্বজনের সাথে মিলিত হয় এবং আনন্দ-উৎসবে মেতে ওঠে।
১ মাস রোজা বা সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর যা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। রমজান শেষে পুরো বিশ্বের মুসলমানের ঈদ পালন করেন।
চন্দ্রমাসের তারিখ অনুযায়ী কোনো বছর ৩০ দিন আবার কোনো বছর ২৯ দিন রোজা পালন করা হয়। ২০২৫ দলের ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী রোজা যদি ৩০ টি হয় সেই অনুযায়ী ঈদুল ফিতর পালন করা হবে ০১ এপ্রিল মঙ্গলবার। সময়ের চক্রে যদি রোজা ২৯ টি হয় তাহলে ঈদুল ফিতর পালন করা হবে ৩১ মার্চ। তবে এ বছর রোজা ২৯ টি এবং ঈদুল ফিতর ৩১ মার্চ সোমবার হওয়ার ব্যাপারেই সকলের ধারণা।
ঈদুল ফিতর বা ঈদুল আযহা কবে হবে তা মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।
এই লেখা ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে ২০২৫ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।