বিশ্বময় যুদ্ধ পরিস্থিতি: একটি ছোট্ট বিশ্লেষণ
ছবিঃ সিম্বলিক |
“পুতিন যখন ইউক্রেন আক্রমণ করে, এই পৃথিবীর সব মানুষ ইউক্রেনের পক্ষে ছিলো, সম্ভবত শুধু আমি ব্যতিত। আমার রাশিয়ার পক্ষ নেওয়ার পিছনে যুক্তি হলো, ‘তোমার বাড়ির চারপাশে যদি কেউ ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয়, তবে তোমারও অধিকার আছে সেই ব্যক্তির মাথা ফাঁটানোর’। পুতিন সেই কাজটাই করেছিল।
এর কিছুদিন পরের ঘটনা। কথা নাই বার্তা নাই হামাস ইসরাইল আক্রমণ করে বসল। সোশ্যাল মিডিয়ায় হামাসের পক্ষে জয়জয়কার। কয়েকজন উচ্চ শিক্ষিত মানুষের সাথে এ নিয়ে তর্ক বিতর্ক হইল। আমি বারবার বললাম, হামাস ভুল করল এবং ইসরাইল গাজা উপত্যকা এই সুযোগে তামা করে দিবে। আমার কথায় যদিও কিছু যায় আসে না, তবে কথা হচ্ছে, গাজা সত্য সত্যই তামা তামা হয়ে গেলো।
সেই দিন উচ্চ শিক্ষিত সেই সব ভাই বেরাদার বলছিল, এই হামাস আর সেই হামাস নাই। এই হামাস চাইলে এখন সাপোজেটরি ভাইবা ক্ষেপনাস্ত্রের উপরে চইড়া আকাশে উড়ে যেতে পারে। অসম যুদ্ধ বলে তো একটা কথা আছে? আজ আবার বলে রাখলাম, হামাসের সেই ভুলের জন্যে গোটা মধ্যপ্রাচ্য একদিন তাদের দখল হারাবে।
গত বছর রোজার ঈদের আগের দিন ঈদের খুশিতে ফটকা ফুটাইতে গিয়া ইরান ইসরাইলের উপর ক্ষেপনাস্ত্র হামলা করে বসল। ইরানের ছোঁড়া কয়েক হাজার ক্ষেপনাস্ত্র ইসরাইলের কুঁকড়ানো চুল সোজা করতে না পারলেও মুসলিম জাহানে একটা খুশির বার্তা দিতে পেরেছিল। সেই দিন আমার মন্তব্য ছিলো, ইরান মস্তো বড় ভুল করল। কুরবানি ঈদের আগেই তাদের কুরবানি হওয়ার ব্যবস্থা করবে ইসরাইল।
আমার
কথাগুলো হয়তো সেই সময়ে খুবই দৃষ্টিকটু বা কেউ কেউ ভাবতে পারে তাদের বিপক্ষে
বলতেছি। ফলাফল, হাতে নাতে পেয়ে গেলো ইরান। প্রথম রাইসিরে খুন, এরপর একের পর এক
ইরানের মধ্যেই আক্রমণ করে হামাসের সব নেতাকে খুন। হিজবুল্লাহর প্রথম সাঁড়ির
নেতাদের খুন। এবং পরিশেষে বাসার আল আসাদ'কে সরাইয়া সিরিয়ায় দখল স্থাপন।
এইবার
কিছু ভবিষ্যত বলে যাই, কী হতে পারেঃ
ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন'কে গোপনে অস্ত্রের রুট হিসেবে ব্যবহার হওয়ার কারণে বিপদে পড়বে পাকিস্তান। রাশিয়ার অমানিশার ঘোর আপাতত কেটে গেছে। সামনে তারা তালেবানদের উস্কে দিবে পাকিস্তানের বিরুদ্ধে। তাছাড়া বেলুচিস্তানের ঝামেলা তো আছেই। পাকিস্তান হতে যাচ্ছে পরবর্তী যুদ্ধক্ষেত্র।
ইসরাইল তার এতো দিনের যুদ্ধের ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে মধ্যপ্রাচ্যে একা হয়ে যাওয়া ইরানের উপর চাপ সৃষ্টি করবে, আক্রমণ বাড়াবে। এই ক্ষেত্রে ইরান হবে আরেক যুদ্ধক্ষেত্র।
বাংলাদেশেরটা বললাম না। সময়ের পরিক্রমায় সবকিছু পরিস্কার হয়ে যাবে।"
লিখেছেনঃ @Ashanour Rahman Khan