সেনাপ্রধানের সাথে মার্কিন বিরোধীদলীয় সিনেটরের কি কাজ?

 

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স।


সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স।

ডেমোক্র‍্যাট হচ্ছে সদ‍্য বিদায়ী ডিপ স্টেটের প্রধান হোতা জো বাইডেনের দল, আরেকটু পরিস্কার করে বললে বলতে হবে ক্লিন্টন-হিলারী দম্পতির দল।

এই দম্পতি যে ড. ইউনুসের মাই-বাপ তা তো নিশ্চয়ই কারও অজানা নয়।

ইউনুসের পক্ষে লবিং করতে মিলিয়ন ডলারের বিনিময়ে তিনি বাংলাদেশে এসেছেন যাতে করে সেনাবাহিনী ইউনুসের মাথার উপর থেকে তাদের হাত তুলে না নেয় সেই সওদা করতে।

এখন দেখার বিষয় এই, আমেরিকার সাবেক সরকারী দলের দেওয়া লোভ বা হুমকি জয়ী হয় নাকি আমেরিকার বর্তমান সরকারের চাপ বা পরামর্শ জয়ী হয়।

একটা বিষয় নিশ্চয়ই সেনা প্রধান জানেন এবং বোঝেন তা হচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে ক্ষেপিয়ে তিনি দুনিয়ার কোন দেশেই আশ্রয় পাবেন না এবং নিরাপদে থাকবেন না।

সুতরাং ইউনুসের এই চেস্টাটা আমার কাছে অনেকটা ডুবে যাবার সময়ে হাতের কাছের শেওলা ধরে ভেসে থাকবার চেস্টার মতোই লাগছে।


@এইচ রহমান মিলু

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url