মার্কিন ধনকুবের জর্জ সোরসের ওপেন সোসাইটি ফেডারেশনের বেঙ্গালুরু অফিসে অভিযান

 

ইউনুসের অন্যতম শক্তি মার্কিন ধনকুবের জর্জ সোরসের সংস্থা ‘ওপেন সোসাইটি ফাউণ্ডেশন ’ এর বেঙ্গালুরুর অফিসে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছে। বিদেশি অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগের তদন্তে এই অভিযান বলে জানিয়েছে ইডি।

তদন্তকারীরা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি। সোরসের এই সংস্থাই মার্কিন ডিপ স্টেটের হয়ে দেশে দেশে গণতন্ত্র বিকাশের নামে অবৈধ পন্থায় সরকার পরিবর্তনের কাজ করে থাকে। বাইডেনেরে নির্দেশে বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের নামে অরাজকতা সৃষ্টি এবং অর্থায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে সরিয়ে ইউনুসকে ক্ষমতায় বসানো সবকিছুতেই এই সংস্থার হাত রয়েছে।

নরেন্দ্র মোদীর সময়ে ভারতে গণতন্ত্র বিপন্ন বলে সোরস অতীতে একাধিক বার সরব হয়ে এখানেও মোদি সরকার পতনের লক্ষে কাজ করেছে এবং তা তার এই সংগঠন ওপেন সোসাইটির আড়ালে।

গণতন্ত্র পুনরুদ্ধারে সোরস সরাসরি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার প্রস্তাব দেন। কংগ্রেস এবং রাহুল গান্ধী পত্রপাঠ সেই প্রস্তাব নাকচ করে দেন এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে সতর্ক করেন তাকে।

ইউনুসের গডফাদার বাইডেনের বিদায়, অর্থ যোগানকারী ডিপ স্টেট ও ইউএসএআইডির কার্যক্রম বন্ধ এবং সর্বশেষ তার অন্যতম অভিভাবক সোরসের বিরুদ্ধে ভারত ও আমেরিকার শক্ত অবস্থান ইউনুসের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে অতি শীঘ্রই।

- এইচ রহমান মিলু



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url