মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড এর ভারত সফর প্রসঙ্গ

 
প্রতীকী ছবি

“মাত্র কিছুদিন আগে যুক্তিরাষ্ট্রের জাতিয় নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ কনফার্ম হয়েছে তুলসি গ্যাবার্ডের। এরই মধ্যে বিশ্বের কয়েকটি দেশ সফরে বেরিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তার এই সফর বাংলাদেশিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নাই।“

 

নিবন্ধের পরবর্তী অংশ লিখেছেন এইচ রহমান মিলু। এ প্রসংগে তার বিশ্লেষণটি পড়ে দেখি।

 

“মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার (১৬ মার্চ) সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন। এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা-প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তেমনই আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গেও।

 

অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গও অবধারিতভাবে আলোচিত হবে।

 

বাংলাদেশ নিয়ে আলোচনা?

গত ৫ আগস্টের পর ভারত-মার্কিন সবোর্চ্চ স্তরে টেলিফোনে বা মুখোমুখি বৈঠকে যত আলোচনা হয়েছে– বাংলাদেশ প্রসঙ্গ তাতে ছায়াপাত করেছে অনিবার্যভাবে। অজিত ডোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যে আলোচনাতেও তার কোনও ব্যতিক্রম হবে না নিশ্চিতভাবেই।

 

এর আগে নরেন্দ্র মোদি যখন টেলিফোনে বিগত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন, তখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তোলা হয়েছে। এরপর যখন গত মাসে মোদি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন, বাংলাদেশ নিয়ে সেখানেও দুজনের মধ্যে কথা হয়েছে।


তা ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিও কিংবা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক উলজের সঙ্গে বৈঠকেও একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছেন।“

@এইচ রহমান মিলু


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url