আত্মরক্ষার অধিকার (Right of Self Defense)
আপনাকে যদি কেউ হত্যা চেস্টা করে বা আপনার সম্পদ ধ্বংস করতে আসে সেক্ষেত্রে নিজেকে এবং সম্পদ রক্ষার জন্য আপনি আক্রমনকারীকে হত্যা করতে পারবেন।
১) শরীর সম্পর্কিত আত্মরক্ষার অধিকারঃ
দণ্ডবিধির ১০০ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৬টি ক্ষেত্রে মানুষের দেহের উপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যায়-
১। মৃত্যুর আশংকা থাকলে;
২। গুরুতর আঘাতের আশংকা থাকলে;
৩। ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করলে;
৪। অপ্রকৃত কাম-লালসা চরিতার্থের উদ্দেশ্যে আক্রমণ করলে;
৫। মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ; এবং
৬। অবৈধভাবে আটক করে রাখলে।
২) সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারঃ
দণ্ডবিধির ১০৩ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৪টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যায়-
১। দস্যুতা;
২। রাত্রি বেলায় অপথে গৃহপ্রবেশ;
৩। অগ্নিকাণ্ডের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি; এবং
৪। মৃত্যু বা গুরুতর জখমের ক্ষেত্রে।
সুতরাং, যে কোন মব জাস্টিজ যখনই আপনার বা আপনার প্রতিবেশীর জীবন ও সম্পদ বিনস্ট করতে আসবে সকলে মিলে সর্বশক্তি প্রয়োগ করে ওদেরকে হত্যা করুন।
আইন আপনাকে এই অধিকার দিয়েছে এবং এ কারনে আপনার বিরুদ্ধে আইনত কোন মামলা হবেনা।
লেখা: এইচ রহমান মিলু
THE PENAL CODE, 1860 (ACT NO. XLV OF 1860).