পাকিস্তান হাইকমিশনারের অতিরিক্ত তৎপরতা
![]() |
পাকিস্তানের হাইকমিশনার ও বেরোবি উপাচার্য |
"হঠাৎ করে বাংলাদেশের এতো বিশ্ববিদ্যালয় থাকতে এই অস্থির সময়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুরে বেগম রোকেয়া সাখাওয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সহ অন্যান্য্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গেলেন কেন ?
পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান কিছুদিন আগে রংপুর পরিদর্শন করে গেছে এবং বর্তমানে রংপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে পাকিস্তানী আইএসআই এর উর্ধতন সেনা কর্মকর্তা সহ অসংখ্য পাকিস্তানী সেনা অবস্থান করছে।
ভারতের চিকেন নেক বলে পরিচিত রংপুরের কুড়িগ্রাম সীমান্তের ওপারে একটি নাশকতার পরিকল্পনা করেছে পাকিস্তান এবং এই লক্ষ্যে বাংলাদেশের ভূ-খণ্ড এবং সেনাবাহিনীকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে তারা সীমান্তের কাছে এই রংপুরেই অবস্থান করছে বলে ইতিপূর্বেই ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছে।
এই পরিকল্পনার অংশ হিসেবেই হুট করে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের এই রংপুর সফর।
আমরা বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে পাকিস্তানের মতো কোন সন্ত্রাসী রাস্ট্রকে ভারতের বিরুদ্ধে কোন ধরনের আক্রমনের সুযোগ দেবোনা, কারন ভারতের পাল্টা আক্রমনে আমার রংপুর-কুড়িগ্রামের নিরীহ জনগণের জান ও মাল বিনস্ট হবে, শত শত স্থাপনা ধ্বংস হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ এবং পরামর্শ, আপনারা পাকিস্তানের এই পাতা ফাঁদে পা দেবেন না, প্রতিবেশীর সাথে যুদ্ধ মানেই নিজ দেশকে ধ্বংসস্তুপে পরিনত করা।
ইউক্রেনের বর্তমান অবস্থা দেখে আমাদের অন্তত শিক্ষা নেওয়া উচিত।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার অতিরিক্ত মুভমেন্ট শুরু করেছে, দেশের স্বার্থে যা অতি দ্রুত থামানো জরুরী।"
@এইচ রহমান মিলু