একটা কিছু করো গুরু একটা কিছু করো।
![]() |
প্রতীকী ছবি |
সিভিল প্রশাসন ও পুলিশ বাহিনী ভেঙে তছনছ হয়ে গেছে। মেধাবী বিসিএস কর্মকর্তা, সামরিক জেনারেলদের অকাল অবসরে পাঠিয়ে প্রশাসনকে দুর্বল করে ফেলা হচ্ছে। আগের সরকারের নিয়োগকৃত ২৭২ জন পুলিশের প্রশিক্ষণ শেষে কোন এক অদৃশ্য ইশারায় চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি।
সেনা প্রধানের কথায় কথা মিলিয়ে বলতে চাই, এসব করে দেশের ক্ষতিই হবে। আমার মনে হয় বর্তমান দখলদার ইউনূস সরকার সেটাই চায়! দেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
এসব মেধাবী বিসিএস কর্মকর্তা একদিনে গড়ে ওঠেনি। মেধাবী সামরিক জেনারেলগনও একদিন গড়ে ওঠেনি। জনগণের ট্যাক্সের টাকায় তিলে তিলে গড়ে উঠেছে তারা।
রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো। সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর এতো জুলুম কেনো? তারা তো যখন যে সরকার আসবে সেই সরকারের নির্দেশেই কাজ করবে?
হ্যাঁ, কারো ভিন্ন রাজনৈতিক মতধারা থাকতেই পারে। প্রতিটা ব্যক্তিরই নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা থাকতে পারে। তাই বলে সরকার বদল হলেই ভিন্ন মতাবলম্বীদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা সম্পূর্ণ অনৈতিক।
যে ব্যক্তি বিসিএস ক্যাডারে সুযোগ পেয়েছে সে তার ছাত্রজীবনের শ্রম আর মেধার বিনিময়েই পেয়েছে। আবার একজন দক্ষ আমলা গড়ে তুলতে সরকারকেও জনগণের পয়সা ব্যয় করতে হয়েছে।
এই অনৈতিক কার্যকলাপ বন্ধ হওয়া উচিত।
যেসব কর্মকর্তা এমন অবিচারের বলি হয়েছেন তাদের উচিৎ আদালতের শরণাপন্ন হওয়া। যদিও এখন দেশে আইনের শাসন নেই, তবুও তারা এখন অভিযোগ দায়ের করে রাখলে এক সময় কাজে লাগবে।
এই অনিয়ম রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন সৎ মানুষদের এগিয়ে আসা উচিত। তাদেরকে আইনের পাশাপাশি প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসা উচিত।
সেজন্যেই শুরুতে গানের পংক্তি উচ্চারণ করেছি:
"একটা কিছু কর গুরু
একটা কিছু কর।
জীবন তোমার হাতে আমায়
বাঁচাও না হয় মারো।।"