বোঝেনা সে বোঝেনা। কি যে বোঝেনা তাও বোঝেনা
![]() |
মাদারীপুরে আওয়ামীলীগ সমর্থকদের ১৯ টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে |
মহল্লায়
যখন মারামারি লাগে, বিচার বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাই এলাকার প্রতিনিধিরে ডাইকা
বলে দেয়, ব্যাপারটা
দেখ, মিটমাট করাইয়া দে, একটা কিছু কর।
ট্রাম্প
ও মোদির সাংবাদিক সম্মেলনের কথা সম্ভবত ধরতে পারে নাই অনেকেই। ট্রাম্প বিষয়টা
মোদির উপর ছাইড়া দিছে। মোদির উত্তরটা ছিলো খুব ডিপ্লোমেটিক।
"সে
স্পষ্টতই বলছে, আমি নিরপেক্ষ নই। উদাহরণ হিসেবে ইউক্রেনরে টানছে। আমি নিরপেক্ষ নই,
শান্তির পক্ষে। অর্থাৎ এই অঞ্চলে যারা শান্তি বিনষ্ট করবে, মোদি বা ভারত তাদের
বিপক্ষে।
ব্যাপারটা
তাইলে কী দাঁড়াইল?
সাংবাদিক
বাংলাদেশের রেজিম চেঞ্জ নিয়া আমেরিকার প্রেসিডেন্ট'কে জিজ্ঞাসা করল, আমেরিকার
প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প বিষয়টা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ও আমেরিকার
বন্ধু ভারতের উপর ছাইড়া দিল।
ভারতের
প্রধানমন্ত্রী বইলা দিলো, আমি নিরপেক্ষ নই, অবশ্যই আমার একটা পক্ষ আছে, আমি
শান্তির পক্ষে। কথাটার মানে এদেশীয় উগ্রবাদী জঙ্গি সমাজ ধরতে পারে নাই। তারা ধরেই
নিলো এইটা ভারত ও আওয়ামিলীগের রাজনৈতিক পরাজয়।
তারা
এই নিয়ে প্রচুর হাসি তামাশা করল। তাদের'কে বুঝিয়ে দিতে গতকাল বাইডেন সরকারের সময়
পাশ হওয়া ২৯ মিলিয়ন ডলার অনুদান বাতিল করে দিলো। তাও তারা বোঝে না।
বোঝে
নাই জন্যই মাদারিপুরে আওয়ামিলীগের ১৯ নেতাকর্মীর বাড়ি একযোগে আগুন ধরাইয়া পুড়াইয়া
দিলো। এই যে আগুন জ্বলতেছে, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়াইতেছে, জামায়াত শিবির এই কাজ
একাত্তরেও করছে।
বাড়ি
বাড়ি থেকে মানুষ তুলে নিয়ে গিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। আগুন দিয়ে
সব পুড়িয়ে দিয়েছে। অত্যাচার যতো তরান্বিত হইছে, তাদের পরাজয় ততো সমাগত হইছে,
সন্নিকটে আইছে।
লেখাঃ #আশানূর রহমান খান (#Ashanour Rahman Khan)