বাংলাদেশে হিন্দু নির্যাতনের পেছনে কি ইউনূসের মার্কিন ডেমোক্রেট বন্ধুদেরও ইন্ধন ছিল?
আমেরিকার নবনিযুক্ত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড |
আমেরিকার গোয়েন্দা দপ্তরের সর্বোচ্চ পদে তুলসী গ্যাবার্ডের মনোনয়নের
চূড়ান্ত সাক্ষাতকার হলো মার্কিন সিনেটে আজ। একটা কথা প্রচলিত আছে যে, প্রতিদিন সকালবেলা
যার সাথে কথা না বলে মার্কিন প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নেন না, তিনি হলেন ‘ডিএন আই’
বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা ১৮টি
মার্কিন গোয়েন্দা সংস্থা এই ‘ডি এন আই’-কে রিপোর্ট করে। তাই আগামী ৪ বছরে আন্তর্জাতিক
স্তরে আমেরিকা কী কী করবে তার চূড়ান্ত সিদ্ধান্তের পেছনে এই ডিরেক্টর অব ন্যাশনাল
ইন্টেলেজেন্সের ভূমিকাই বেশী। এই পদে প্রেসিডেন্ট ট্রাম্প তুলসী গ্যাবার্ড নামের ৪৩
বছর বয়সের এক প্রাক্তন ডেমোক্রেট কংগ্রেসওম্যানকে মনোনীত করেছেন। এই তুলসী গ্যাবার্ড
ব্যক্তি জীবনে হিন্দুধর্মের “ইসকন”-এর মতবাদে বিশ্বাসী এবং পেশাগত জীবনে আমেরিকার সেনাবাহিনীর
একজন লেঃ কর্নেল পদমর্যাদার অধিকারী ছিলেন। ২০২১ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে
প্রবেশ করেন।
আমেরিকার উচ্চপদের সবগুলো মনোনয়ন সিনেটের সংখ্যাধিক্য ভোটে পাস করিয়ে
নিতে হয়। যদিও ট্রাম্পের দল রিপালিক্যানদের ভোট ৫৩ আর বিরোধী ডেমক্রেটদের ভোট ৪৭।
তাই সহজেই প্রেসিডেন্ট ট্রাম্পের সব মনোনয়নই ভোটে উত্তীর্ণ হবে। তবুও সিনেট কমিটিগুলোতে
মনোনীত সবাইকে হাজির হয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। আজকে তুলসী গ্যাবার্ডের সেই হাজিরা
ছিল।
ইতিমধ্যেই ডেমোক্রেটরা তুলসীর নামে নানা অপবাদ রটিয়ে দিয়েছে যেমন,
তার ধর্মীয় পরিচয়ের জন্য তুলসী নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসারী,
তুলসী হিন্দুত্ববাদী, তুলসী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অনুসারী, তুলসী ইসলামবিরোধী
ইত্যাদি ইত্যাদি।
আজ সিনেটে হাজিরার আগে তুলসী গ্যাবার্ড তাঁর সূচনা বক্তব্যে এ সব কথার
স্পষ্ট উত্তর দিয়েছেন। ডেমেক্রেটদের শাসন আমলে কীভাবে ইসলামী জংগীদের মদদ দিতো, বিশেষকরে
হিলারি ক্লিন্টনের নাম ধরে স্পষ্ট করে তুলসী সে কথা বলেছেন। এখনও হিন্দু এবং হিন্দুধর্মের
বিরুদ্ধে ডেমোক্রেট তথা হিলারি ক্লিনটন এবং আরও প্রাক্তন ও বর্তমান সিনেটররা কীভাবে
অপপ্রচার চালাচ্ছে, যা আমেরিকার সংবিধানেরও পরিপন্থী, সেকথাও বলতে ভুল করেননি তুলসী
গ্যাবার্ড।
এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে “উড়ে এসে জুড়ে বসা “ ডঃ ইউনূসকে এই
ডেমোক্রেট সরকারের ডোনাল্ড লু এবং জ্যাক সুলেভানরাই কিন্তু এক গভীর চক্রান্তের মাধ্যমে
বসিয়েছেন বলে অনেকেই মনে করেন। এই চক্রান্তের পেছনে ছিল হিলারি ক্লিন্টনসহ আরও অনেক
ডেমোক্রেট নেতা।
ডঃ ইউনূসের সময়ে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী
জংগীবাদের চরম উত্থান ঘটেছে। আজকে তুলসী গ্যাবার্ডের হাজিরার শুনানি শুনলে “দুয়ে দুয়ে
চার” মেলানো খুব সহজ হয়।
এখানে আরও উল্লেখ্য যে ডোনাল্ড লু এবং জ্যাক সুলেভানসহ এই কুচক্রীদের
অপমানজনক বিদায় হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবার তিন দিন আগেই। বাকী আছে সুদি
মহাজন। তারও বিদায়ঘন্টা বাজছে।
তুলসী গ্যাবার্ডের সূচনা বক্তব্যের কিছু অংশের ভিডিও এবং সে অংশের
ইংরেজি ও বাংলা তর্জমা করে তুলে দিলামঃ
“I just hate al-Qaeda. I hate that our leaders cozy up to
Islamist extremists, calling them “rebels”, as Jake Sullivn said to Hillary
Clinton: “Al-Qaeda is on our side in Syria.” Syria is now cotrolled by al-Qaeda
offshoot HTS, led by an Islamist Jihadist who danced in the streets on 9/11,
and who was responsible for the killing of many American soldiers.”
(আমি আল-কায়েদাকে তীব্র ভাবে ঘৃণা করি। আমি ঘৃণা করি আমেরিকার সেই নেতাদের যারা ইসলামী চরমপন্থীদের "বিদ্রোহী" বলে মনে করে। যেমন জ্যাক সুলিভান হিলারি ক্লিনটনকে বলেছিলেন: "আল-কায়েদা সিরিয়ায় আমাদের পক্ষের শক্তি।" সিরিয়া এখন আল-কায়েদার শাখা “এইচটিএস” দ্বারা নিয়ন্ত্রিত, যার নেতৃত্বে একজন ইসলামী জিহাদিষ্ট। এই ইসলামী জিহাদিস্টরা ৯/১১-এ রাস্তায় নেচেছিল, এবং যারা অসংখ্য আমেরিকান সৈন্য হত্যার জন্য দায়ী।)
“Democrat Senators resorted to anti-Christia biogotry against
President Trump’s judicial nominees Amy Coney Barret and Brian Buscher. I
condemned those actions as a Democrat in Congress, as religious bigotry must be
thoroughly condemned by all of us, no matter the religion.”
(ডেমোক্র্যাট সিনেটররা প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার বিভাগীয় মনোনীত
অ্যামি কনি ব্যারেট এবং ব্রায়ান বুশারের বিরুদ্ধে খ্রিস্টান-বিরোধী প্রচারণার পথ অবলম্বন
করেছিলেন। আমি তখন কংগ্রেসে একজন ডেমোক্র্যাট হিসেবে সেই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছিলাম।
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমাদের সকলেরই নিন্দা করা উচিত, তা যে ধৰ্মই হোক না কেন।)
লিখেছেনঃ বিএম জাহাঙ্গীর (BM Jahid Hasan)
(৩১ জানুয়ারি ২০২৫)