ইসলামের সৌন্দর্য - উল্লাহ এসএম ওয়ালী
ইসলামের
বিউটি দেখতে হলে কিংবা জানতে হলে আপনাকে বাংলাদেশের বাইরে যেতে হবে। বাংলাদেশে
আল্লাহর ধর্ম ইসলাম নেই। হাতে গোণা কয়েকজনের কাছে সত্যিকারের ইসলাম আছে। কিন্তু
যাদের কাছে আছে তারা সবাই লোক চক্ষুর অন্তরালে থাকেন। কারন আজহারি, আব্বাসি,
মামুনুল, জামাত শিবির, চর্মোনাই হেফাজত গং ধর্মের ব্যাপারীদের কাছে ইসলাম জিম্মি
হয়ে আছে।
ঢাকায়
যখন থাকি তখন শুক্রবারে জুম্মার নামাজ নিয়ে আমি খুব টেনশনে থাকি। খুতবার বয়ানে
আমাদের অশিক্ষিত ইমাম সাহেবরা যা বলেন তা' সবই মনগড়া কল্প কাহিনি বলেন। অন্য
ধর্মের প্রতি প্রচন্ড ঘৃনা ছড়ানো ছাড়া তাদের বয়ানে বলার মতো কিছুই থাকেনা।
আজ (২৪
জানুয়ারি ২০২৪) ডালাসের প্লানো মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম। ইমাম সাহেব শবে
মিরাজ নিয়ে কথা বললেন। কি সুন্দর বয়ান!! ঘটনার শানে নজুল/ঘটনা/ঘটনা থেকে টেক ওয়ে,
এতো সুন্দর ভাবে ঘুছিয়ে বললেন যে বয়ানের জন্য নির্ধারিত ফোরটি ফাইভ মিনিটস কখন শেষ
হয়ে গেলো টেরই পেলামনা।
আমাদের
কোরান শরীফ হয় মক্কায় না হয় মদীনায় নাজীল হয়েছে। কিন্তু সূরা বাকারার দুইটা আয়াত
মিরাজের সময় সাত আসমানে নাযীল হয়েছে বলে ইমাম সাহেব বয়ানে বললেন। ঢাকার ইমাম
সাহেবদের ওয়াজের ঢং এ গলা একবার হাই স্কেল একবার লো স্কেল কিংবা ‘বলেন ঠিক কিনা’
জাতীয় কিছুই নেই এবং সাউন্ড সিস্টেম এমন ভাবে করা আছে যে আওয়াজ মসজিদের বাইরে
যায়না। বয়ান শেষে ইমাম সাহেব ছোট সুরা দিয়ে নামাজ শেষ করে দিলেন। সবকিছু খুবই ভালো
লাগলো।
#Ullah Sm Wali