জীবন নামের হাওয়ার গাড়ি - শরীফুজ্জামান পল
জীবন নামের হাওয়ার গাড়ি
চলছে এক অচেনা পথে,
নাইরে কোন ঠিক ঠিকানা
কখন জানি থেমে যায়রে ?
পড়ে রইবে সবই ভবে
বন্ধ হলে এ দেহ ঘড়ি ;
কেউ যাবে না সাথেরে
মাটির দেহ হবে মাটি।
মনের জোরে চলে গাড়ি
তেল মবিল লাগেনারে ;
শূন্য খাঁচা পড়ে রবে
পরান পাখি উড়াল দিলে।
জীবন নামের হাওয়ার গাড়ি
চলছে অচেনা এক পথে,
নাইরে কোন ঠিক ঠিকানা
কখন জানি থেমে যায়রে ?