পাকিস্তান আইএসআই প্রধানের গোপনে ঢাকা সফর
পাকিস্তান আইএসআই প্রধান লেঃ জেঃ অসীম মালিক। ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত |
বিদেশি একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, গত মঙ্গলবার অর্থাৎ
২১ জানুয়ারি পাকিস্তানের আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেণাড়েল অসীম মালিকের নেতৃত্বে
চার সদস্যের এক উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদল ঢাকা সফর করছেন। প্রতিনিধি দলটির বিভিন্ন
সেনানিবাস সহ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা পরিদর্শনের কথা আছে বলে শোনা যাচ্ছে। কিন্তু
খবরটি বাংলাদেশ ও পাকিস্তান সরকার সম্পূর্ণ গোপন রেখেছে। দেশের প্রথম সারির কোনো সংবাদ
মাধ্যমে এ ব্যাপারে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত তিন-চার দিন আগে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল
হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেন। এ খবরটিও
প্রথমে গোপন রাখা হয়েছিলো। পরে একাধিক বিদেশী সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে
খবরটি ছড়িয়ে পড়লে সরকারের পক্ষ থেকে ছোট আকারে খবরটি প্রকাশ করা হয়।
যুদ্ধকৌশল প্রশিক্ষণ, সামরিক অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি কারণে বিশ্বের
যে কোনো দেশ থেকে সামরিক প্রতিনিধি দল আসতেই পারে। এর আগে ভারত, আমেরিকা থেকেও এসেছে।
তবে পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি দলের সম্ভবত এটাই প্রথম সফর। পাকিস্তান থেকে এসেছে
শুধু ডিফেন্স কলেজে পড়শুনা করার জন্য। তদ্রুপ বাংলাদশ থেকেও পাকিস্তানে গিয়েছে। কিন্তু
খবর গোপন রাখা হয়নি কখনো।
একটা বিষয় আমার কাছে খটকা লাগছে যে, আইএসআই প্রতিনিধি দল ঢাকায় আসার
দিনই পাকিস্তানের নাম্বার থেকে আমাদের বাংলাদেশ বিমানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত
প্রতিষ্ঠানের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, রোম থেকে ঢাকাগামী বিমানে বোমা আছ এবং
ফ্লাইটটিতে বোমা হামলা হতে পারে। সফরের সংবাদ গোপন রাখার জন্য এ ধরণের নাটক সাজানো
হয়েছিলো কিনা কে জানে? কারণ, রোম থেকে আগত বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে এবং ফ্লাইটটি
তল্লাশী করে বোমা হামলা হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।