জ্যাক সুলিভান ও অজিত দোভালের মধ্যে কথোপকথন : রম্য রচনা

অজিত দোভাল ও জ্যাক সালিভান

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে তা রম্য আকারে পরিবেশন করার প্রয়াসঃ


জ্যাক সুলিভানঃ ধন্যবাদ অজিত দোভাল দা, গত চার বছর আমাদের সাথে কাজ করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

 

অজিত দোভালঃ ধইন্যবাদ সুলিভান ভাই। আপনারা তো অতিরিক্ত আইএসআইয়ের সাথেও কাজ করেছন। সেজন্যে স্পেশাল ধইন্যবাদ!

 

জ্যাক সুলিভানঃ হে…হে…হে… তা যা কইলেন দাদা! হে…হে…হে…!

যাউকগা সেসব কথা। এখন কথা হইলো গিয়া, আগামি এক দেড় বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে, ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা যাতে নিরাপদে পালাইবার পারে সেই ব্যাপারে একটা ব্যবস্থা কইরা দিয়েন!

 

অজিত দোভালঃ এইডা কিতা কইলেন সুলিভান ভাই! এইডা তো আমরা কইতাম ফারতাম না। এইডা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জণগন। তারা কারে পালাইতে দেবে আর কারে ছাইড়া দিয়ে পাইড়া ধরবে! সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী সেইডা সেই দেশের জণগন সিদ্ধান্ত নেবে। আমগো কথা তখন তারা শুনবো কি শুনবো না, সেইডার গ্যারান্টি কি অহনই আমরা দিবার পারি? সময় আসুক।

আর কি যেন কইলেন? ইউনুসের অধীনে নির্বাচন? (মনে মনেঃ হাসাইলেন আর হি)! আপিনি হুনেন নাই, বাংলাদেশের সুপ্রিম কোর্ট গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে সংবিধানের ১৫তম সংশোধনী আংশিক বাতিল কইরে নির্বাচনকালিন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরাইয়া আনছে? অহন যেইডা চলতাছে হেইডা তো সাংবিধানিকভাবে অবৈধ সরকার। নির্বাচনকালিন সময়ে সাংবিধানিক সরকার হিসাবে তত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করবে এটাই তো সে দেশের আইন অনুযায়ী হবে সঠিক।

 

জ্যাক সুলিভানঃ ও তাই নাকি? আচ্ছা! (মনে মনেঃ মামুর বেটা, তুমি বড়ই শেয়ানা!) যাউকগা দাদা, সময় আউককা!

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url