গুজবকে প্রতিহত করুন, ভাবমূর্তি বজায় রাখুন
প্রতীকী ছবি |
ও মানিক, কি
বাত্তি জ্বালাইলি? ঘর দেহি তামাম অন্ধকার!
আওয়ামীলীগের অবর্তমানে
বিএনপি এখন একটি ভালো অবস্থানে আছে। অধিকন্ত তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বর্জন করে
নিজেদেরকে ছেঁকে খাটি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস
চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম ও নেতাদের বক্তৃতা বিবৃতি থেকে তার আভাস
মিলছে। দেশের স্বার্থে অনেকগুলো প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু কে বা
কারা অতি উৎসাহী হয়ে এসব ভুয়া গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করায় লিপ্ত আছে তা
চিহ্নিত করে দলকেই ব্যবস্থা নিতে হবে।
বিএনপির কিছু নেতার
বরাত দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে, ‘ট্রাম্পের “ব্রেকফাস্ট অনুষ্ঠানে” তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। কিছুক্ষণ যেতে না যেতেই যুক্তরাষ্ট্র
সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো, খবরটি ভুয়া!
দৈনিক সমকাল বলছে,
“মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন,
‘যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই
অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা
অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই। তবে প্রতিবছর ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ
অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাসহ বিশ্বজুড়ে মানবাধিকার
এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়।’
সমকালকে
তিনি আরও বলেন, ‘আইআরএফ সামিট বা
‘ন্যাশনাল প্রেয়ার
ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণকারী
ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা
নীতির প্রতিনিধিত্ব করে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ সঙ্গে মার্কিন
সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে
সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। আগামী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানটি হওয়ার কথা বয়েছে।
এর আগে বিএনপির
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ওই অনুষ্ঠানে যোগ
দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।“
অতএব, গুজবকে প্রতিহত করুন। আপন ভাবমূর্তি বজায় রাখুন।