মুক্তিযুদ্ধ - ১৯৭১



১৯৭১ সালের এই ছবিটিতে আছেন ৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা'য় প্রবেশের মুহূর্তে ফটোগ্রাফার সন্তোষ বসাক এই দুর্লভ ছবিটি তোলেন। 


বসাক সেই লোকটিকে জিজ্ঞেস করেছিলো, 'কে এই বৃদ্ধা মহিলা?' উত্তরে লোকটি জানায়, 'তিনি আমার মা। আমার মা এখন একটি শিশুর মতো। তিনি ঠিকমতো হাটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই!!'  


উল্লেখ্য, এই ছবিটি পরবর্তীতে ওয়ার্ল্ড প্রেস ফটো -১৯৮২ পুরস্কার লাভ করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url