রম্য ছড়া - প্রেম কাতুরে বাদুড়
বাদুড় আদুড় গায়ে ঝুলছিল গাছে
আদুরী বাদুড়ি এসে সোনার চামচে
পায়েস গেলায় যাহা রাঁধা ঢিমে আঁচে।
বলে সোনা ভুলিও না দেখে চামচিকে
ওদের প্রেমের রং চিরকালই ফিকে।
আমি আছি তুমি আছো আছে দুই ছানা
এরপরও হেথাহোথা করিলে নিশানা-
দেবতা ড্রাকুলা দেবে ভয়ানক শাপ
বেঘোরে মরিবে ওগো ছানাদের বাপ।
বাদুড় পায়েস ছেড়ে খায় ভ্যাবাচ্যাকা
পুরাতন পত্নীর বাক্যিতে ছ্যাঁকা
খেয়ে তার কপালেতে কুঞ্চন রেখা।
গদগদ কণ্ঠে সে বলে ওঠে - প্রিয়ে
তুমি যদি ভুল বোঝো বাঁচিব কি নিয়ে?
চামচিকে লিকলিকে সরু সরু দেহ
সেই দেখে জাগিবে না প্রেম-মায়া-মোহ।
তোমার ঐ থোঁতা মুখ, রেওয়াজী গতর
এখনও কাঁপন তোলে মনের ভিতর।
বাদুড়িনী লাজে হয় রাঙা বা বেগুনি
ব্যাঁকা হাসি ন্যাকা হাসি অস্ফুট ধ্বনি।
কহে - সোনা দেখিছ না মধুর জোছনা!!
আজকাল তুমি মোটে ভালই বাস না!!!!
এরপর কি যে হলো দেখি নাই আর,
তোমাদের বড় শখ উঁকি মারিবার।
ভাগো ভাগো বেয়াদব ভাগো এইবার।
বিপ্লব কুমার দে |