"বিষাবাষ্প"- শরিফুজ্জামান পল

প্রিয় মানুষগুলিও দূরে সরে যাচ্ছে

তারাও ঘৃণা করতে শুরু করেছে,

জীবন বাজি রেখে জীবন দিয়েছি

মরেছি আমি মানুষ ভালোবেসে। 


পাত খালি করে যাদের দিয়েছি ভাত 

তারাও ঘৃণা করে, মৃত্যু চায় বলে নাপাক,

মানুষ,মানুষকে মারলে কি শান্তি ছড়ায়?

তবুও খুনিরা মিটিংয়ে বলে নিপাত যাক। 


বিনয় ভদ্রতা, নাই কোন হিংসা জ্বালা 

মানবিক গুণগুলোও যেন আবর্জনা ভরা? 

সত্য এবং সততাই করেছে আমায় খুন

মতাদর্শে না মিললে মানুষই হয় হয়েনা।


যদি না মিলে ধর্ম ও রাজনীতির ছায়া 

নিরর্থক হয় সব প্রেম ভালোবাসা মায়া ;

একবার ভাবো,কোন বিষে বিষাক্ত  তোমরা? 

বন্ধু-বান্ধব,স্বামী-স্ত্রী,ভাই-বোন ও

মা-বাবা?

কিছুই কুলায় না,অলীক বাণীই শ্রেষ্ঠ! মারহাবা? 


বিষাবাষ্প । । পল ।। ১৪ ই জানুয়ারি ২৫

শরিফুজ্জামান পল


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url