হরিজনকে ঘৃণা করলি শরিফুজ্জামান পল- শরিফুজ্জামান পল
হরিজন কে ঘৃণা করলি
বেশ্যার ঘরে ফুর্তি করে ;
কোন জলে শুদ্ধ হবি?
মানুষ আমি কাকে বলি?
মসজিদ মন্দিরে শান্তি খোঁজে
গরিবের পাতে দেয়না ভাত ;
নামাজ পুজার ফল কি পাবি?
স্বর্গের লোভে দিলে খয়রাত।
শুকর পাললেও চর্বি মেলে
মানুষ পাললে বেইমান ;
পুণ্য হবে সবই শূন্য
ক্ষমতায় হলে খোদা ভগবান ।
মানুষ আমি কাকে বলি?
--- ---- ----পলের গান
শরিফুজ্জামান পল |