আমেরিকার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি
আমেরিকার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি
ধর্মীয়
আচার-আচরণ এমনই হওয়া উচিৎ। এটাই ধর্মের সৌন্দর্য। এটাই আন্তঃধর্মীয় সম্প্রীতি।
মসজিদ
সংস্কারের কাজ চলছে। জুমার নামাজ আদায় করা হলো ইসরাইলী চার্চে। ইসরাইলী চার্চ মানে
অবশ্যই ইহুদীদের প্রার্থনার স্থান।
যাইহোক, আমেরিকায় বসবসাসরত আমেরিকার সরকারি সংস্থায় কর্মরত বন্ধু শরীফুজ্জামান পল এর কাছেই শুনুন তার
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা।
“জীবনের সেরা সুন্দরতম ঘটনা। অভূতপূর্ব ঘটনার ইতিহাস হইলাম। ইসরাইলের চার্চে জুমার নামাজ পড়লাম।
ম্যানহাটনের
প্রথম এভিনিউ এবং ১১ তম স্ট্রিটে মদিনা মসজিদে জুমা নামাজ আদায় করি। মসজিদের
ব্যাপক কাজ চলাতে সাময়িকভাবে বন্ধ।
প্রিয় বন্ধু সাবেক ব্যাংকার সহকর্মী এখানে। ফোন করলাম নামাজ কোথায় হচ্ছে? আমাকে বলল ইসরাইলের চার্চে। আমি নাউজুবিল্লাহ বললাম। বন্ধু বললো, মুসকুরা না, আসলেই।
চার্চের সামনে যেতেই জুইস(ইহুদী) ভদ্রলোক বলল, জুমা? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, স্বাগতম।
নামাজ
শেষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইহুদী বন্ধুর সাথে সেলফি তুলতে গেলেই, সেই ভদ্রলোক
বললেন let me do it .
দুই
বন্ধু ছবি তুললাম। কর্মস্থলে ফিরে এলাম।
আমি
ভদ্রলোককে বললাম, তোমাদের চার্চে যখন মেরামতের কাজ হবে, মদিনা মসজিদের কমিটিদেরকে
বলবে, তোমরা যেভাবে জুমা পড়েছিলে, আমরাও এখানে আমাদের ধর্মীয় কর্মযজ্ঞ একদিন
করতে চাই?
উনি মুচকি হেসে বললেন, গড ব্লেস ইউ। ইউ আর এ গুড হার্টেড ম্যান।”
- শরীফুজ্জামান পল