দাবানল
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলের চিত্র |
পৃথিবীর একপ্রান্তে আমেরিকা, অপরপ্রান্তে অস্ট্রেলিয়া। এই দুটি দেশ বা মহাদেশে প্রায় দেখা যায় দাবানলে উজাড় হয়ে যাচ্ছে বন বাদার লোকালয়। এটা দুর থেকে দেখেই এতটা ভয়াবহ মনেহয়, আমাদের মতো ছোট দেশে হলে যে কি হতো কল্পনাই করা যায় না। অথচ এ নিয়েও আমরা ধর্মকে উদ্ধৃতি দেই। বিদ্রূপ করি। অথচ কোরআন কিন্তু আমাদের এ শিক্ষা দেয় না।
পবিত্র কোরআনের ৪৯ নং সূরার ১৮ নং আয়াতে আল্লাহ বলেছেন:
"হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতইনা নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো যালিম"-(৪৯:১৮)।
এখানে কিন্তু আল্লাহ নির্দিষ্ট কোনো ধর্মও উল্লেখ করেননি। বলেছেন সম্প্রদায়ের কথা, সে যে ধর্মেরই হোক। "আল্লাহর মাইর দুনিয়ার বাইর"! অতএব, নিজের চরকায় তেল দেয়াই উত্তম কাজ।
"ক্যালিফোর্নিয়াতে দাবানলের আগুনে পুড়ে যাচ্ছে মাইলের পর মেইল বাড়িঘর, স্থাপনা, গাছপালা।
এমন খবরের কমেন্ট সেকশনে দেখলাম বেশিরভাগই আলহামদুলিল্লাহ লেখা খুশি হওয়া ধরনের কমেন্ট।
কমেন্টদাতাদের বেশিরভাগ আবার দাড়িওয়ালা।
আমি শুধু আফসোস করছি।
ইসলাম থেকে তোরা কী শিখলি ভাই? নবিজিই তোদেরকে কী শিক্ষা দিয়ে গেছিলো?
যারা অন্য ধর্মের লোকজন, তারা তো আর কোরআন হাদিস পড়ে অভ্যস্ত না।
তোরা যা করবি, যেমন ব্যবহার করবি, ওরা ধরেই নেবে তোদের ধর্ম ওমনই।
তো এই ধরনের মানসিকতা নিয়ে কীভাবে নিজেদেরকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করবি? অন্য ধর্মের মানুষকে তোর নিজের ধর্মের প্রতি কীভাবে আকৃষ্ট করবি?
ধর্মের ইস্যুতে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ করে কখনও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা যায় না।
তোর ব্যবহার আচার, মানসিকতা, অহিংস আচরণ, বিদ্বেষহীন মনোভাব, আন্তরিকতাই পারে তোকে ও তোর ধর্মকে শ্রেষ্ঠ বানাতে।
এইটুকু বোঝার শিক্ষা ও মগজ ঘিলু অন্তত তোদের হোক ও আল্লাহ তোদের এই নেক বুদ্ধিটুকু দিক।"
©Nasir Khan
নাসির খান |