কনফিডেন্স কাকে বলে

কনফিডেন্স কাকে বলে?

বৃদ্ধঃ এই সেদিনের কথা আমাদের বিয়ে হলো, তাইনা?

বৃদ্ধাঃ হুম...

বৃদ্ধঃ এই সেদিনের কথা তোমার কোল আলো করে আমাদের ফুটফুটে ছেলেটা এলো।

বৃদ্ধাঃ হুম...

বৃদ্ধঃ মনে হয় এই তো কদিন আগেই ওকে স্কুলে নিয়ে যেতাম...

বৃদ্ধাঃ হ্যাঁ, সময় কোত্থেকে চলে যায়।

বৃদ্ধঃ এই সেদিনই কতো ধুমধাম করে ছেলের বিয়ে দিলাম।

বৃদ্ধাঃ হ্যাঁ, আলো, সানাই, লোকজন... 

বৃদ্ধঃ প্রায় চার বছর হয়ে গেলো, ওরা আমাদের একা ফেলে বিদেশ চলে গেছে।

বৃদ্ধাঃ হুমমম...(দীর্ঘশ্বাস)

বৃদ্ধঃ আর কিছুদিন পরে আমাদের মধ্যে কোন একজনকে চলে যেতে হবে...

বৃদ্ধাঃ আমি কিন্তু তখন মেয়ের কাছে চলে যাবা। এ বাড়িতে একা থাকতে পারবোনা। 

----------------------------

একেই বলে কনফিডেন্স!


- বিপ্লব কুমার দে

বিপ্লব কুমার দে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url