ড. ইউনূসের ‘থ্রি-জিরো তত্ত্ব'

 
ছবিঃ SATT ACADEMY'র সৌজন্যে

ড. ইউনূসের ‘থ্রি-জিরো তত্ত্ব'*

    সেগুলো হচ্ছে - জিরো দারিদ্র্য (Zero Poverty), জিরো বেকারত্ব (Zero Unemployment) ,ও জিরো নেট কার্বন নিঃসরণ (Zero Net Carbon Emission)।

*    🔺ড.ইউনুস তাঁর এই জিরো তত্ত্ব নিয়ে সারা পৃথিবীব‍্যাপি মানুষকে স্বপ্ন দেখান। নি:সন্ধেহে ইউনুস একজন ভালো বক্তা, সেলসম্যান, মন্ত্রমুগ্ধ করে একধরণের বিশ্বাস জন্ম দিতে পারেন। যেমন পারেন ক‍্যানভাসাররা, হাটে মাটে ঘাটে কথার যাদুতে সর্বরোগের মহৌষধ বিশেষভাবে প্রস্তুত ‘বটিকা’ বিক্রি করে থাকেন, মানুষ সরল বিশ্বাসে তা ক্রয় করে হৃষ্টচিত্তে বাড়ি ফেরে।

*    ‼️‼️‼️‼️‼️‼️

*    ✅ ২০ ডিসেম্বর, দেশের একটি পত্রিকার কয়েকটি সংবাদের হেডলাইন ।

*    *************************************************

*    ✅অর্থনীতিতে অশনিসংকেত

*    🔺আইএমএফ বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে

*    🔺মূল্যস্ফীতি চড়া থাকবে, প্রবৃদ্ধি কমে নামবে ৩.৮ শতাংশে

*    🔺খাদ‍্যমূল‍্য বৃদ্ধি, টাকা ছাপানোয় সংস্থার উদ্বেগ

*    ✅বেক্সিমকোর ১৫ পোশাক কারখানা বন্ধ

*    🔺৪০ হাজার কর্মী ছাঁটাই

*    ✅পাঠ‍্যবইয়ের মহাসংকট

*    🔺এখনো ছাপা শুরু হয়নি ২৫ কোটি বই

*    🔺সব বই পেতে সময় লাগবে মার্চ পর্যন্ত

*    🔺বই পাওয়ার পরই শুরু হবে রোজা ও ঈদের ছুটি

*    ✅ঢাকার বাতাস দূষণে পৃথিবীতে এক নম্বর

*    আশাকরি থ্রি জিরো তত্ত্বের আলোকে রিসেট বাটনের মাধ্যমে অচিরেই আমরা সব সমস্যার সমাধান করে ফেলব ইনশাআল্লাহ॥


    লিখেছেনঃ ফরিদ আহমেদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url