ধর্মের নামে সুবিধাবাদের রাজনীতি করে জামাতে ইসলামী

 
মৌলানা আবুল আলা মওদুদী

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবুল হাই কানু্র গলায় ছুরি ধরে নির্যাতন করা হয়। তারপর তাকে প্রাণে না মেরে জুতার মালা এলাকায় ঘোরানো হয় এবং বাড়িঘর ছেড়ে এলাকা ত্যাগে বাধ্য করা হয়। নির্যাতনকারীরা নিজেরাই ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ, সে নাকি স্থানীয় জামাত নেতাকে এলাকা ছাড়া করেছিলো।

সত্যমিথ্যা জানিনা, তবে কোনোক্রমেই কাউকে তার বাড়ি
থেকে বিতাড়িত করা সমর্থন করিনা।

তবে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হয়েছে তা হলো,
৭৮ বছর বয়স্ক একজন বীর মুক্তিযোদ্ধাকে চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে এবং ঘটনাটি
ঘটিয়েছে জামাতে ইসলামীর লোকেরা যাতে দলটির আসল চরিত্র জনসমক্ষে ফুটে উঠেছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে




ঘটনায় জড়িত নেতাদের দল থেকে বহিস্কার করেছে জামাতে
ইসলামী - যদিও বহিস্কার কোনো বিচার নয়, বরং দায় এড়িয়ে যাওয়ার একটি বাহানা। তবে আশার ব্যাপার হলো, ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছন বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা একটি প্রবাদ মিছিল বের করে।

 

এ প্রসংগে মনে পড়ে গেলো, জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদীর পুত্র সৈয়দ হায়দার ফারুখ ২০১৩ সালে এসেছিলেন বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া তার একটি সাক্ষাৎকারের ভিডিও’ও পেয়ে গেলাম। একটু শুনুন-দেখুন।


ভিডিওর সৌজন্যঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url