মগের মুল্লুক
মগ এর যদি মুলুক আছে জগ এর তবে দোষ কি?
গেলাস বলে মুলুক তালুক আমারও চাই বৈ কি।
হাঁড়ি সরা-য় গলায় গলায় ভীষণ রকম দোস্তি,
বলল তারা এক মুলুকেই করব দুজন মস্তি।
এমনি করেই খুন্তি হাতা, এবং যত বাসন,
আন্দোলনে নামল দিয়ে লম্বা লম্বা ভাষন।
কাহার মুলুকতালুক কোথায় তাহার চলুক সন্ধান
কেউ জানে না দুঃখ তাদের, এবং চাপা ক্রন্দন।
বাসন গুলো পড়লে মেঝেয় আওয়াজটা হয় তাগড়া,
কেউ বোঝে না এসব তাদের মুলুক নিয়ে ঝগড়া।
-- বিপ্লব কুমার দে