বিপ্লব বাবুর ‘জগা’দা যখন লেখক (রম্য রচনা)

 


প্রতীকী ছবি

গতকাল অফিস থেকে ফেরার পথে বাসার সামনে হঠাৎ এলাকার পরিচিত বয়োজ্যেষ্ঠ কবি মানুষ, জগাদার (নাম পরিবর্তিত) সাথে দেখা। চায়ের দোকানে চা খাচ্ছেন!

 

জিজ্ঞেস করলাম, "দাদা শরীর কেমন আছে?"

প্রশ্ন শুনেই একটা দীর্ঘশ্বাস ভেসে এলো, আর স্বগতোক্তির সুরে বলে উঠলেন, "আর ভাই শরীর... এখন শুধুই অপেক্ষা।"

 

শুনেই মনটা খারাপ হয়ে গেল। তবু স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, "কতই বা বয়স হয়েছে আপনার? আপনার চেয়েও বয়স্ক লোকজন কত অসুখবিসুখ নিয়েও দিব্যি বেঁচে আছেন..."

 

আমার কথা শেষ করতে না দিয়ে হঠাৎ কেমন যেন ক্ষিপ্ত হয়ে ধমক দিয়ে উঠলেন, "এই ভাই, কী উল্টোপাল্টা বকছ? দুটো বইয়ের প্রুফ ফাইনাল করে পাঠালাম, বইমেলায় প্রকাশ পাবে, তারই অপেক্ষার কথা বলছিলাম..."

 

আমি আর কথা না বাড়িয়ে বাসার দিকে পা বাড়ালাম।

বইমেলা আসছে..........!!

লেখকঃ বিপ্লব কুমার দে

বিপ্লব কুমার দে




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url