বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটঃ আজকের উল্লেখযোগ্য দুয়েকটি ঘটনা

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-দুতাবাসে হামলা। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন করা হচ্ছে, এই অভিযোগে এ হামলা চালায় তারা।

একই কারণে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-দুতাবাসের কাছেও বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদের কয়েক’শ বিক্ষোভকারী।

বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ মিশনের প্রায় এক থেকে দেড়’শ মিটারের মধ্যে এসে অবস্থান নেয়। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসকন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। ০২ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তাব, কেন্দ্র সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আহবান জানাক।’ এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন।

মমতা ব্যানার্জী

আভ্যন্তরীণ

২০২৫ সালের ০২ মার্চ মাসের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য অনুযায়ী ভোটাররা ২০২৬ সালের ০২ মার্চের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তবে এর আগে আইন অনুযায়ী, আগামী বছরের ০২ মার্চ চলতি বছরের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আজ ০২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।

সূত্রঃ প্রথম আলো




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url