জয় বাংলা বাঙালির - ইমরান পরশ
জয় বাংলা বাঙালির
-ইমরান পরশ
এই স্লোগানে কেঁপেছিল বুক
শত্রু সেনা যত
এই স্লোগান ধরে বাঙালি
হয়েছিল উদ্যত।
এই স্লোগান প্রাণের সঙ্গে
হয়েছে একত্রিত
জয় বাংলা ধ্বনি শুনেই
বুক হয়েছে স্ফিত।
জয় বাংলা ধ্বনির ভেতর
রয়েছে মুল শক্তি
জয় বাংলা বীর বাঙালির
অমৃত প্রেম ভক্তি