ভারতীয় বংশোদ্ভুত কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প
কাশ প্যাটেল। ছবি: জি ২৪ ঘন্টা |
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে মনোনয়ন দিয়েছেন তুলসী গ্যাবার্ডকে। তুলসী গ্যবর্ড হিন্দু ধর্মের অনুসারী এবং ইসকন সদস্য। এবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প।
বড় সিদ্ধান্ত ট্রাম্পের। ট্রাম্প বলেন কাশ আমার প্রথম মেয়াদে দুর্দান্ত কাজ করেছেন। যেখানে তিনি ডিফেন্স ডিপার্টমেন্ট অব স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শনিবার (৩০ নভেম্বর) এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলের নাম ঘোষণা করেন ট্রাম্প। ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান কাশ মূলত একজন দক্ষ আইনজীবী। সেইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট বিশ্বস্তও বলা চলে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে উচ্চপর্যায়ের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন কাশ প্যাটেল। সেইবার তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন।