দুর্গম পাহাড়ি ছেলে ১৩ বছরের উছাইওয়াং মার্মার গণিতে বিশ্বজয়
উছাইওয়াং মার্মা |
উছাইওয়াং মার্মা। পার্বত্য চট্টগ্রামের কোনো এক দূর্গম গ্রামে বাড়ি। পাঁচ বছর বয়সে বাবাকে হারায় সে। কিন্তু কোনো বাধাই তার স্বপ্নজয়কে আটকে রাখতে পারেনি।
মাত্র ১৩ বছর বয়সে সেই স্বপ্ন ছোঁয় সে। দেশের জন্য নিয়ে এসেছে সিলভার মেডেল।
কোনো খেলাধুলায় নয়। বিশ্বজয়ের এ অর্জনটি এসেছে গণিত প্রতিযোগিতায়। "World Mathematics Team Championship 2024" এর প্রতিযোগিতায় ১০০ টি দেশের প্রতিযোগিদের সাথে প্রতিযোগিতা করে বিজয় ছিনিয়ে আনে সে।
শুধু এখানেই নয়, স্বপ্ন এবার আরও অসংখ্যবার বিশ্বজয়ের।
পাহাড় কিংবা সমতল!
জয় আমাদের বাংলাদেশের।
(সংগৃহীত)