প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য
ছবি: সময় নিউজ |
প্রতিদিন খুঁজে খুঁজে ইস্যু বের করে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ছড়িয়ে মুসলমানরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪৭ কোটি যার ১৫% মুসলমান। অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
পবিত্র কোরআনের ৪ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ প্রতিবেশীর সাথে সদাচরণ করতে বলেছেন। প্রতিবেশী এবং অপরিচিত প্রতিবেশীর কথা বলেছেন। হিন্দু বা মুসলমান উল্লেখ করেননি।
দেশ হিসেবে ভারত আমাদের একমাত্র এবং বৃহত্তম প্রতিবেশী। মায়ানমার একটি ছত্রভঙ্গ দেশ এবং পাহাড়ের আড়ালে। আমরা কখনো ওমুখো হই না। আমাদের গতি সব সময় ভারত মুখী। আমাদের একটা বিমানও ভারতের আকাশ সীমা ব্যবহার না করে বহির্বিশ্বে চলাফেরা করতে পারেনা।
সব কথার এক কথা; "প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করিবে" এই নীতিতেই আমাদের চলা মঙ্গলজনক। তাতে ধর্মীয় বিধানও অনুসৃত হয়।