৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার
ছবি: ইন্টারনেট থেকে |
শুরু হবে আরেক স্নায়ূযুদ্ধ
পৃথিবীতে মানুষের ধারণ ক্ষমতা কমে আসছে দিনদিন। আগামি ১০০ বছরের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বেড়ে হবে তিনগুণ থেকে চারগুণ। ৫০০ বছরের মধ্যে কেয়ামত না হলে একদল আরেক দলকে মেরে নিজেদের খাদ্য, আবাসনের ব্যবস্থা করবে! আর যদি এই সময়ের মধ্যে নতুন আবিস্কৃত গ্রহে যাওয়ার সুযোগ হয় তাহলে সেটা দখলে নেয়ার জন্য যুদ্ধ লাগবে।
তবে আমাদের মতো গরীব জনগোষ্ঠীর কপালে সে সুযোগ জুটবে না। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান সহ অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো দখল করে ভাগ করে নেবে। আমরা পৃথিবীতেই মারামারি, হানাহানি করে সাগর ভরে ফেলবো। কবরস্থ হওয়ারও সুযোগ পাবো না। কারণ তখন কেউ কারো জন্য মায়াকান্না করবে না! দাফন করার মতো সময়ও থাকবে কারো হাতে। সবাই নিজ নিজ প্রয়োজনে দৌড়াতে থাকবে।
আল্লাহ মাফ করুন।