বাটপার মসা ফারুকি
মোস্তফা সরোয়ার ফারুকী |
শিক্ষাগত যোগ্যতা আমার কাছে একজন মানুষের মেধা মূল্যায়নের কোনো মাপকাঠি না। একজন মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও প্রচন্ড মেধাবি হতে পারে। সে নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করতে পারে।
বেশিরভাগ বিলিয়নিয়ার তাদের একাডেমিক পড়ালেখা শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই। বিল গেটস, এলোন মাস্ক সবাই সার্টিফিকেটহীন মেধাবী। এ সব কথা নানান সেমিনারে, বক্তৃতায় অকপটে স্বীকারও করে। স্বীকার করতে তারা এক প্রকার গর্ববোধ করে।
তারা চাইলেই সত্য লুকায়ে মিথ্যা বলতে পারে। হাজার কোটি টাকা খরচ করে ইউনিভার্সিটি স্থাপন করে সেখান থেকে মাাংনা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিতে পারে। কিন্তু তারা জানে, এ সবের আদতে কোনো মূল্য নাই তাদের কাছে। কারণ, তারা যা ইতিমধ্যে অর্জন করছে, তা সার্টিফিকেট দিয়ে কেনা যায় না।
মেধা তাই আমার কাছে সার্টিফিকেট অর্জন না, হাই গ্রেড না। মেধা আমার কাছে এক ভিন্ন জিনিস। এলন মাস্ক অবশ্যই আমার দৃষ্টিতে অন্যতম মেধাবি একজন মানুষ। মোস্তফা সারোয়ার ফারুকি মেধাবি কিনা সেই প্রশ্ন আসলে আমি বলব, হ্যাঁ সে মেধাবি। তবে সে নীতি নৈতিকতাহীন একজন মেধাবি, যাকে এক কথায় বলা যায় বাটপার।
কেনো মোস্তফা সারোয়ার ফারুকি একজন বাটপার?
অনলাইনে বিভিন্ন তথ্য উপাত্থ ঘাটলে তার শিক্ষাগত যোগ্যতার যে হিসাব পাওয়া যায় সেখান থেকে দেখা যায় যে তিনি মেট্রিক পাশ। এইচএসসি পরীক্ষা দিয়েছেন, কিন্তু ফেইল করেছেন। করতেই পারেন, এইচএসসি পাশ করেন নাই বলে যে সে মেধাবি না তাতো হতে পারেন না।
আসল কথা হইতেছে, তিনি সাক্ষাৎকারে সত্য লুকিয়ে বলার চেষ্টা করেছেন তিনি ঢাকা ইউনিভার্সিটি'তে দুইবার ভর্তি পরীক্ষা দিয়েও টিকতে পারেন নাই। তিনি তো ইন্টার পাশই করেন নাই, তাহলে ঢাকা ইউনিভার্সিটি'তে কীভাবে ভর্তি হবেন?
যে মানুষ এমন ছোট্ট বিষয়ে মিথ্যার আশ্রয় নিতে পারে, প্রতারণার আশ্রয় নিতে পারে, সে দেশের মানুষের জন্য কী সংস্কার করবে? এই ধরণের মানুষ দেশের মানুষের জন্যে চরম লেবেলের ক্ষতিকারক। পরিশেষে, ফারুকি বাটপার তা জানতাম, কিন্তু এভাবে ধরা খাবে তা জানতাম না।
সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল, নিজে দেখুন, অন্যকে দেখতে সহায়তা করুন।
©️- Ashanour Rahman Khan