বেহেশতে যাবে কারা?

 


বিশ্বে মোট জনসংখ্যা - ৮৩৮ কোটি। মোট ধর্মের সংখ্যা ৪৩০০। যদিও কিছু সূত্রে আরো বেশি উল্লেখ করা হয়েছে।

তারমধ্যে যে কয়টি ধর্ম বেশি আলোচিত:


(১)  খৃষ্টান ২৪৫ কোটি ( ৩১.১১%)

(২)  মুসলিম ২০২ কোটি ( ২৪.৯%)

(৩) হিন্দু ১২৪ কোটি (১৫.১৬%)

(৪)  বৌদ্ধ ৫৩.৫ কোটি (৫.০৫%)

(৫)  ইহুদী ১.৫ কোটি (০.১৮%)

(৬) নাস্তিক ১২৪.৫ কোটি (১৫.৫৮%)


মোট জনসংখ্যা ৮৩৮ কোটির মধ্যে ২০২ কোটি মুসলিম বাদ দিলে ৬৩৬ কোটি মানুষই ভিন্ন ধর্ম অনুসরণ করে কিংবা নাস্তিক, যাদেরকে আমরা মুসলোমানরা বেহেশতে প্রবেশাধিকার দিতে চাই না!


২০২ কোটির মধ্যেও শিয়া, সুন্নী, আহমেদিয়া মতভেদ আছে, যাদেরকে সুন্নীরা মুসলমান বলে মনে করে না। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে:


(১)  শিয়া ৭৭ কোটি

(২)  আহমদিয়া ২০ কোটি


অর্থাৎ ২০২-৭৭-২০=১০৫ কোটি সুন্নী।


এই সুন্নীর মধ্যে আবার ৪ মাযহাব এবং ওহাবী, সালাফী ছাড়াও নানা দল উপদল আছে। একদল আরেকদলকে প্রকৃত মুসলমান বলে মনে করে না।


এরমধ্যে আবার আছে নামাজী, বেনামাজী - পরহেজগার, গোনাহগার। বাহ্যিক দৃষ্টিতে কাউকে পরহেজগার মনে হলেও কিংবা কেউ নিজেকে পরহেজগার মনে করলেও আল্লাহর দৃষ্টিতে সে বা তারা গোনাহগার হতে পারে। তবে আপাতদৃষ্টিতে সমাজে পরহেজগারের চেয়ে গোনাহগারের সংখ্যাই বেশি মনে হয়!


তাহলে বেহেশতে যাবে কারা?





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url