গাধার গল্প
ছবিঃ প্রতীকী |
অনেক আগের ঘটনা, স্থান সদরঘাট। এক রজক অর্থাৎ ধোপা প্রতিদিন কাপড় নিয়ে
ঘাটে আসত কাচতে।
আর সে একটি গাধার পিঠে করে তার সমস্ত কাপড় গাঁট্টি বেঁধে নিয়ে আসত।
একদিন সে ঘাটে আসার পর তার মনে পড়ল আসার সময় সে তার গাধাটিকে বাঁধার
দড়িখানি ভুলে ফেলে এসেছে।
সে আর কি করে, এবার ওটিকে রেখে কি করে যাবে নদীতে কাপড় কাচতে। এমন
সব চিন্তা ভাবনায় সে ভীষণ অস্থির। কারণ অনেক দূরে তার বাড়ি।
সে প্রতিদিন যখন ঘাটে আসতো। সেখানে একজন সাধু বসে থাকতেন। আর ধোপাও
বড় ধার্মিক ছিলেন। ধোপার চিন্তিত মুখ দেখে
সাধুর দয়া হলো। তিনি জানতে চাইলেন, সে এতো চিন্তিত কেন ?
ধোপা বলল সে তার গাধাটিকে বাঁধার দড়িটি ভুলে বাড়িতে ফেলে এসেছে। তাই
এখন আবার তাকে অতদুরে বাড়ি ফিরতে হবে দড়ি আনার জন্য ।
সাধু বললেন ওহ্ এই কথা। তুমি একটা কাজ করো। ওকে যেখানে প্রতিদিন বাঁধো,
সেখানে নিয়ে গিয়ে মিছিমিছি ঠিক সে ভাবেই বাঁধার ভান করে ওকে রাখো।
সাধুর কথা শুনে ধোপা সাধুকে নমস্কার করে সম্মান জানিয়ে তাই করল।
গাধাটিও ঠিক ওখানেই ওভাবেই থাকল।
এবার ধোপার কাচা শেষ হতেই ফিরে এসে গাধাটিকে বোঝা চাপিয়ে নিয়ে যাবার
চেষ্টা করতে লাগলো।
কিন্তু আবার অবাক কান্ড! গাধা আর চলে না।
আবার তার চিন্তা। সে ফিরে গিয়ে সাধুর কাছে গিয়ে খুলে বললো।
সাধু বললেন, আরে ওকে যেমন করে বেঁধেছ ঠিক তেমন করেই খুলবে তো।
ধোপা ঠিক তাই করতেই গাধা আবার চলতে লাগলো।
আমরাও ঠিক সংসারের সাথে নিজেকে এভাবেই বেঁধে রেখেছি
এক অদৃশ্য বন্ধনে। আসলে বন্ধন বলে কিছুই নেই। আমরাই আমাদের বন্ধনের কারণ। আবার আমরাই
আমাদের বন্ধন খোলার চাবি। সকলেই আমরা মুক্ত হব। আজ নয়তো কাল।
"সংসারের সমস্ত গাধাদের উদ্দেশ্যে নিবেদিত।"
লিখেছেনঃ চঞ্চল কুমার ভৌমিক (Chanchal Kumar Bhowmik)
·