খেলাফত আইন!
ছবি: প্রতীকী |
আল্লামা ইকবাল বলেছিলেন: "ইউরোপে মুসলমান দেখিনি, তবে ইসলাম দেখেছি। আর পাকিস্তানে মুসলমান দেখেছি, ইসলাম দেখিনি"।
বাংলাদেশে সম্প্রতি শ্লোগান উঠেছে:
"হয় খেলাফত, নয় শাহাদত"
অথচ
বিশ্বে ইসলামি বিধান মেনে চলা দেশের তালিকার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, যেখানে সৌদি আরবের অবস্থান ১৩১ তম।
যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের অধ্যাপক হুসেইন আসকারি তার গবেষণায় দেখিয়েছেন; বিশ্বের কোন দেশগুলোতে দৈনন্দিন জীবনে ইসলামি বিধান মেনে চলা হয়।
গবেষণার নমুনায় দু'শ আটটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সেসব দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা ও সমাজের মধ্যে কারা কতোটা ইসলামি বিধান মেনে চলে, সেসব বিবেচনা করা হয়েছে।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ইসলামি রীতি মেনে চলা দেশের তালিকার শীর্ষে ইসলামি কোনো দেশের নামই নেই। বরং তালিকার ৩৩ তম অবস্থানে রয়েছে মালয়েশিয়া এবং কুয়েত রয়েছে ৪৮ তম অবস্থানে। অবাক করা বিষয় হলো, তালিকায় সৌদি আরব রয়েছে ১৩১ তম অবস্থানে এবং বাংলাদেশের অবস্থান সৌদি আরবেরও নিচে।
গবেষক হুসেইন আসকারি বলেন, মুসলিম দেশগুলো রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামি আইন ব্যবহার করে। অনেক দেশ আছে; যেগুলো ইসলামি রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে সেখানকার সমাজে ইসলামি আইন মেনে চলা হয় না। দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এমনকি ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলে সেখানে।
গবেষণার ফলাফলে দেখানো হয়েছে, সমাজে ইসলামি বিধান মেনে চলার ক্ষেত্রে আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, নরওয়ে ও বেলজিয়াম তালিকার শীর্ষে রয়েছে। অথচ মুসলিম রাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন তালিকায় ৬৪ তম এবং সৌদি আরব রয়েছে ১৩১ তম অবস্থানে। আমাদের বাংলাদেশের অবস্থান সৌদি আরবেরও নিচে।
অন্যদিকে তথাকথিত ইসলামি দেশগুলোতে মুসলমানরা নামাজ আদায় করেন, রোজা রাখেন, কোরআন-হাদিস পড়েন, নারীরা পর্দা করে, পুরুষদের মধ্যে দাড়ি রাখার সংখ্যা বেশি, তথাকথিত ইসলামি পোষাক নিয়ে সচেতন; তবে সমাজে দুর্নীতি আর পেশাগত জীবনে অসদুপায় অবলম্বনের নজির চতুর্দিকে।
এর আগে ২০১০ সালেও এক গবেষণায় ইসলামি বিধান মেনে চলা দেশগুলোর তালিকারয়ও শীর্ষে কোনো ইসলামি রাষ্টের নাম ছিলো না। ওই গবেষণায় নিউজিল্যান্ড, লাক্সেমবার্গ, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড ছিল তালিকার শীর্ষে।