"জীবন কি সফর মে গুজার জাতি হ্যে ইয়ে মাকাম"

 বলছিলাম: 

সময় বেশি দিন নাই 

তাই 

ঘন ঘন ছবি পোষ্টাই



এক সেকেন্ডের নাই ভরসা!


ব্রেন মানুষের দেহ মন সবকিছু নিয়ন্ত্রণ করে। কোনো অঙ্গ নড়েনা, এমনকি কোথাও একটু চুলকায়ও না ব্রেনের নির্দেশ ছাড়া!


গত পরশু শুক্রবার বিকাল ৫ টার ঘটনা। ল্যাপটপে কাজ করছিলাম। ক্লান্ত লাগায় বিছানায় গা এলিয়ে বাম কাতে শুয়ে আছি। হঠাৎ বাম হাত, বাম পা, তারপর মুহূর্তের মধ্যে শরীরের বাম পাশটা অবশ হয়ে গেলো। তবে কথা স্বাভাবিক ছিলো।


ভাগ্যিস ছুটির দিন সবাই বাসায় ছিলো। সবাই দৌড়ে এসে হাত পা মালিশ করতে লাগলো। সকালে প্রেসারের ওষুধ খাওয়ার পরও প্রেসার মেপে পেলাম ১৬০/১০০। 


ঘনঘন প্রেসার মাপছিলাম। ধীরে ধীরে প্রেসার উপসর্গ সবই কমতে লাগলো। কমলেও বিষয়টা হেলা না করে দৌড়ালাম হাসপাতালে। 


ইমারজেন্সিতে কয়েক ঘণ্টা অবজারভেশনে রেখে ইসিজি সিটি স্ক্যান ও কয়েক প্রকার রক্ত পরীক্ষা করার পর ডাক্তার বললো ,সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। তবে প্রাথমিক লক্ষণ। 


ধীরে ধীরে মোটামুটি স্বাভাবিক হওয়ার পর এন্টি-স্ট্রোক ওষুধ দিয়ে ছেড়ে দিলো। বলে দিলো, আরো দুটো টেস্ট - ইকো, ইসিডি করিয়ে নিউরোলজিতে দেখাতে। 


শরীর এখনো দুর্বল। মনোবলও খানিক লোপ পেয়েছে।


গত বছর ঠিক এই সময়ে রোগী নিয়ে কলকাতার নারায়ণা হেলথ কেয়ারে (রবীন্দ্রনাথ ট্যাগর হাসপাতাল) ছিলাম। সেখানেও প্রায় একই অবস্থা(মাথা ঘোরা) হওয়ায় নিউড়োলজিতে দেখিয়েছিলাম। এমআরআই করিয়ে কিছু ত্রুটি ধরা পড়েছিলো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url