“জংগে জামাল বা উষ্ঠীর যুদ্ধ”

 


“হযরত আলী(রাঃ) বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে তার রাজধানী মদিনা কুফায় স্থানান্তর করেন। হযরত ওসমান(রাঃ) হত্যাকাণ্ডের বিচারের জন্য হযরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে হযরত আয়েশা(রাঃ) একদল সাহাবী সহ কুফা অভিমুখে রওনা দেন। বসরার উপকণ্ঠে হযরত আয়েশা(রাঃ) এবং হযরত আলী(রাঃ)র বাহিনী মুখোমুখি হয়। কথিত আছে যে, হযরত আলী(রাঃ) ও হযরত আয়েশা(রাঃ)’র মধ্যকার শান্তিপূর্ণ আলোচনা চলাকালিন উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে- যা এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধে রূপ নেয়। অতঃপর হযরত আয়েশা(রাঃ) মদিনায় ফিরে যান। ইতিহাসে এই যুদ্ধ ‘জঙ্গে জামাল’ বা ‘উষ্ঠীর যুদ্ধ’ নামে পরিচিত”।

 

ভাবতে অবাক লাগে, ১৪০০ বছর পূর্বে একমাত্র বাহন উট-এর উপর নির্ভর করে কিভাবে ১২৩০ কিলোমিটার বা ৭৭০ মাইল পাড়ি দিয়ে গিয়ে আবার ফেরত যান! অনুমান করি, এতো দূরের পথ  গিয়ে আবার ফেরত আসতে তাদের কমপক্ষে ২ মাস সময় লেগেছিলো। যাত্রাপথে নিজ সহ সংগী সাথীদের খাওয়া, উটের খাওয়া, বিশ্রাম, রাত্রিযাপন ইত্যাদি এতো কঠিন অভিযান তাঁরা কিভাবে করতেন!



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url